ক্ষীর কদম(kheer kadam recipe in Bengali)

Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

#শিবরাত্রির

ক্ষীর কদম(kheer kadam recipe in Bengali)

#শিবরাত্রির

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 লিটারফুল ক্রিম দুধ
  2. 3 চা চামচভিনিগার
  3. 5চা চামচচিনি
  4. 1 বাটি(ছোট)কনডেন্সড মিল্ক
  5. 1 চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  6. 3 টেবিল চামচঘি
  7. পরিমাণ মতসাজাবার জন্য চেরি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে দুধ ভালো করে জাল দিয়ে নিলাম। তারপর ভিনিগার দিয়ে ছানা কেটে নিলাম। তারপর ভালো করে ঠান্ডা জল দিয়ে ছানা ধুয়ে একটা থালা র মধ্যে নিয়ে নিলাম।

  2. 2

    তারপর প্যানে ঘি দিয়ে দিলাম। ছানা দুই ভাগ করে নিলাম। 1 ভাগ ঘি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে তাতে দিলাম চিনি, কোনডেন্স মিল্ক আর ছোট এলাচ গুড়ো দিয়ে নেড়ে চেড়ে একটা কাঠের বারকোষে ঢেলে অল্প ঠান্ডা করে অর্ধেক টার সাথে মিশিয়ে 20 মিনিট ধরে মেখে নিলাম।

  3. 3

    তারপর হাতে ঘি মাখিয়ে গোল গোল করে ক্ষীর কদম বানিয়ে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

Similar Recipes