মিল্ক কেক (milk cake recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মিল্ক কেক (milk cake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5 জনের
  1. 500মিলি ফুল ক্রিম দুধ
  2. 1টেবিল চামচ কনডেন্সড মিল্ক
  3. 1 চিমটিছোট এলাচ গুঁড়ো
  4. 1টেবিল চামচ চিনি
  5. 1/2 চা চামচপাতি লেবুর রস
  6. 1টেবিল চামচ+ প্রয়োজন মতপ্লেটে মাখার জন্য ঘী
  7. প্রয়োজন অনুযায়ীসাজাবার জন্য আমন্ড আর পেস্তা কুচি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    উপকরন গুলো এক জায়গায় নিতে হবে ।

  2. 2

    একটা নিচের দিকটা ভাড়ী পাত্রে দুধ জ্বালে বসাতে হবে । ফুটে উঠলে মাঝে মাঝে নাড়তে হবে যাতে তলা ধরে না যায় । দুধ ফুটে যখন 1/4 হয়ে যাবে তখন কনডেন্সড মিল্ক দিয়ে ক্রমাগত নাড়তে হবে । এবার পাতি লেবুর রসটা দিয়ে নাড়তে হবে । পাতিলেবুর রস কম দিতে হবে, এরফলে দুধের ভেতর দানা দানা হয়ে যাবে কিন্তু কেটে ছানা হয়ে যাবে না ।

  3. 3

    এবার চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে হবে । হাত থামানো যাবে না ।

  4. 4

    নাড়তে নাড়তেই 1 টেবল চামচ ঘী দিয়ে দিতে হবে । ক্রমাগত নাড়তে হবে ।

  5. 5

    নাড়তে নাড়তে যখন পাত্রের গা ছেড়ে আসবে তখন নামাতে হবে ।

  6. 6

    নামিয়ে ঘী মাখানো পাত্রে ছড়িয়ে ঠান্ডা করে পিস কেটে নিতে হবে ।

  7. 7

    আমন্ড আর পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes