রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট।
২ জনার জন্য।
  1. ৮ টা পটল
  2. ২ টেবিল চামচসর্ষে বাটা
  3. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  4. ১ চা চামচ চারমগজ বাটা
  5. ১/২ চা চামচরাঁধুনি বাটা
  6. ১ চা চামচ জিরা বাটা
  7. ৩-৪ টা কাঁচা লঙ্কা
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১/২ চা চামচ কালো জিরা
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  12. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১ চা চামচ নুন
  14. ১/২ কাপ সর্ষের তেল
  15. ১/২ চা চামচ ঘি
  16. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট।
  1. 1

    সবার প্রথমে পটল গুলো কে খোলা ছারিয়ে নিয়ে দুই দিকে অল্প করে কেটে ধুয়ে নিয়ে চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে ৪-৫ চামচ তেল দিয়ে পটল গুলো কে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    তারপর ওই করাই তে আরো ২-৩ চামচ তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে দিয়ে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আদা বাটা চালমগজ বাটা জিরা বাটা রাধুনি বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে নুন ও সমস্ত গুরা মশলা গুলো কে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে।

  4. 4

    তারপর ওর মধ্যে সরষে ও পস্তো বাটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পরিমান মত জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা ও পটল গুলো কে দিয়ে ৫-১০ মিনিট ঢেকে রান্না করে নিতে হবে।

  5. 5

    তারপর গেভি ঘনো হয়ে আসলে ওর মধ্যে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে সরষে পটল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

Similar Recipes