পটল চিংড়ি (potol chingri recipe in bengali)

Ruma's evergreen kitchen !!
Ruma's evergreen kitchen !! @Ruma_123

#GA4
#week26
আমি এবারের ধাঁধা থেকে পটোল বেঁছে নিয়েছি।

পটল চিংড়ি (potol chingri recipe in bengali)

#GA4
#week26
আমি এবারের ধাঁধা থেকে পটোল বেঁছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4জন
  1. 250পটল
  2. 250 ছোটচিংড়ি
  3. 3 টিটমেটো
  4. 2 টি পেঁয়াজ কুচি
  5. 1 ইঞ্চিআদা
  6. 8 কোয়ারসুন
  7. 6 টিকাঁচা লঙ্কা
  8. 1 চা চামচহলুদ
  9. 1 চা চামচনুন
  10. 1চা চামচ ধনে জিরা গুঁড়ো
  11. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা
  12. 2 ছোটএলাচ দারচিনি
  13. 100 গ্রামসরিষার তেল
  14. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    প্রথমে পটোল গুলো খোসা ছাড়িয়ে ধুয়ে এটা গরম তেলে লাল করে ভেজে নিয়ে তুলে রাখব।

  2. 2

    তারপর চিংড়ী গুলো বেছে ভাল করে ধুয়ে উতে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে তুলে নেব।

  3. 3

    এর পর একটি করা তে 6 চা চামচ তেল দিয়ে ওতে 1 চা চামচ জিরা ফোড়ন দিয়ে আর তেজ পাতা দিয়ে কুচন পিয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নেবো। তারপর একটি মিক্সির যারে টমেটো,রসুন,গরম মস্লা, আদা, কাঞ্চা লঙ্কা সব এক সাথে দিয়ে পেস্ট করে ওই করা তে দিয়ে অল্প আঞ্চে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব।

  4. 4

    এর পর এতে 1 গ্লাস গরম জল দিয়ে অল্প আঞ্চে ফুটিয়ে নিয়ে এতে চিংড়ী আর ভাজা পটল গুল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে 1 চা চামচ ঘি আর 1 চা চামচ গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দেবো ।এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো।ধন্নবাদ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ruma's evergreen kitchen !!

Similar Recipes