সর্ষে পটল (Sorshe potol recipe in Bengali)

Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

সর্ষে পটল (Sorshe potol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৩ জন
  1. ৬ টি পটল
  2. ১ টেবিল চামচ সর্ষে
  3. ১ চিমটি কালোজিরে
  4. ৪টি কাঁচালঙ্কা
  5. ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
  6. স্বাদ মতনুন
  7. ১/৪ চা চামচ চিনি
  8. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  9. ১ চা চামচ তেল (উপরে ছড়ানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    পটল গুলো অল্প চিরে নিয়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে। সর্ষে ও কাঁচালঙ্কা একসাথে বেটে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে ২ চা চামচ তেল দিয়ে পটল গুলো ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার ওই তেলটা ঢেলে রেখে আবার ২ টেবিল চামচ তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিতে হবে। সর্ষেবাটায় সামান্য জল দিয়ে গুলিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে।

  4. 4

    এবার এতে স্বাদমতো নুন ও হলুদ দিয়ে ৫০-৬০ মিলি লি জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  5. 5

    ২-৩ মিনিট পর পটলভাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে।

  6. 6

    ২-৩ মিনিট পর আবার ঢাকা খুলে পটলভাগুলো একটু উল্টে দিতে হবে।

  7. 7

    তেল ছেড়ে আসলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  8. 8

    ১ চা চামচ সর্ষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ করে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

Similar Recipes