পুদিনা লেমনেড ঠান্ডাই (Pudina lemonade thandai recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#শিবরাত্রির রেসিপি
শিবরাত্রির পূজোর পর যখন উপোস করে , খালি পেটে একটু প্রসাদ খেয়ে এই পুদিনা, লেমনেড ঠান্ডায় খাওয়া হয় তখন শরীর,মন একদম ঝরঝরে হয়ে উঠে ।

পুদিনা লেমনেড ঠান্ডাই (Pudina lemonade thandai recipe in bengali)

#শিবরাত্রির রেসিপি
শিবরাত্রির পূজোর পর যখন উপোস করে , খালি পেটে একটু প্রসাদ খেয়ে এই পুদিনা, লেমনেড ঠান্ডায় খাওয়া হয় তখন শরীর,মন একদম ঝরঝরে হয়ে উঠে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 1 মুঠোপুদিনা পাতা
  2. 2 টিকাগজি
  3. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  4. 1/2 চা চামচবিট নুন
  5. 2 চা চামচচিনি
  6. প্রয়োজন অনুযায়ীকয়েক টুকরো বরফ

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে পুদিনা পাতা জলে ধুয়ে পরিস্কার করে নিয়ে, কাগজি কেটে নিতে হবে । পরিমাণ মতো বিট নুন ও গোলমরিচ গুঁড়ো গুছিয়ে নিতে হবে ।

  2. 2

    এবার ঠান্ডা জলের মধ্যে পুদিনা পাতা দিয়ে, গোলমরিচ গুঁড়ো ও বিট নুন দিয়ে মিশিয়ে কয়েক টুকরো বরফ দিয়ে তাতে চিনি দিয়ে মিক্সারে জুস বানিয়ে নিতে হবে । এবার কাগজির রস বের করে মিশিয়ে দিতে হবে । সবকিছু একসাথে নেড়ে নিতে হবে ।

  3. 3

    গ্লাসে ঢেলে দু টুকরো বরফ দিয়ে কাগজির স্লাইস দিয়ে সার্ভ করতে হবে । আমি মহাদেবকে নিবেদন করেছি ।
    হর হর মহাদেব 🙏🙏

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes