ভোগের খিঁচুড়ি (Bhoger Khichuri recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

ভোগের খিঁচুড়ি (Bhoger Khichuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপআতব চাল
  2. ১কাপমুগের ডাল
  3. ২টোআলু
  4. ৪-৫টাবিন্স
  5. ১/২কাপমটরশুঁটি
  6. ১টাটমেটো
  7. ১ চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা
  8. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  9. ১ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১/২ চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  11. স্বাদ মতোনুন
  12. ১ চা চামচচিনি
  13. ১ চা চামচঘি
  14. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ১ টি করে শুকনো লঙ্কা, তেজপাতা
  16. ১ চা চামচ গোটা জিরে
  17. ২ চা চামচ সরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি শুকনো কড়ায়ে মুগের ডাল টা ভেজে তুলে নিয়ে ধুয়ে রাখতে হবে।আতব চাল টা ও ধুয়ে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে তাতে একে একে আলু,বীনস টা একটু ভেজে নিয়ে তুলে রাখতে হবে।

  3. 3

    কড়ায়ে আবার তেল দিয়ে তাতে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোরন দিয়ে আদা, কাঁচা লঙ্কা বাটা টা দিয়ে ভালোভাবে নাড়তে হবে।

  4. 4

    এবার টমেটো কুচি টা দিয়ে আবার নাড়তে হবে। তারপর প্রথমে চাল ও পরে ডাল টা দিয়ে ভালোভাবে ৩-৪মিনিট নাড়তে হবে। তারপর একে একে ভেজে রাখা আলু,বীনস টা দিয়ে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

  5. 5

    পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে মটরশুটি টা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে যখন চাল,ডাল,আলু,বীনস সব সেদ্ধ হয়ে যাবে তখন চিনি,ঘি,গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খিচুড়িতে।গ্যাস অফ করে ৫ মিনিট মতো ঢাকা রেখে তার পর পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes