মুরালি/কাঠি গজা(murali/kathi goja recipe in bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#দোলের
রঙের উৎসব শুধু যে পরস্পর কে আবীরের রঙে রাঙানোর উৎসব তা কিন্তু নয়। সম্পর্কের বন্ধন মিষ্টি হবার এক সফল প্রচেষ্টাও বটে।
সাবেকী আমলের রান্নাঘর থেকে আমার আজকের নিবেদন এই কাঠি গজা।

মুরালি/কাঠি গজা(murali/kathi goja recipe in bengali)

#দোলের
রঙের উৎসব শুধু যে পরস্পর কে আবীরের রঙে রাঙানোর উৎসব তা কিন্তু নয়। সম্পর্কের বন্ধন মিষ্টি হবার এক সফল প্রচেষ্টাও বটে।
সাবেকী আমলের রান্নাঘর থেকে আমার আজকের নিবেদন এই কাঠি গজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6জন
  1. ১ কাপ ময়দা
  2. ১/২ চা চামচ যোয়ান
  3. ১/৪ চা চামচ কালো জিরা
  4. ১/৪ চা চামচ লবণ
  5. ১/২ চা চামচ চিনি
  6. ১/২ চা চামচ বেকিং সোডা
  7. ১ কাপ রিফাইন্ড তেল ভাজার জন্য
  8. ১/৪ কাপ রিফাইন্ড তেল ময়ান দেবার জন্য
  9. ১ কাপ চিনি
  10. ১/৪ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ময়দাতে কালো জিরা যোয়ান লবণ বেকিং সোডা চিনি মিশিয়ে, রিফাইন্ড তেল ময়ান দিতে হবে।

  2. 2

    জল মিশিয়ে ময়দা টা মেখে ১০ মিনিট একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। লেচি কেটে মোটা করে বেলতে হবে।

  3. 3

    পিৎজা কাটার দিয়ে লম্বা লম্বা করে কেটে, হাতের ছোট আঙুলের মাপে কেটে একটা তেল মাখানো প্লেটে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে এক এক করে গরম তেলে ছেড়ে দিতে হবে। আঁচ কম করে দিতে হবে।

  4. 4

    ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে ট্যিসু পেপারে ছড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  5. 5

    কড়াইতে চিনি দিয়ে ওতে সামান্য জল মিশিয়ে গলতে দিতে হবে। খুন্তী দিয়ে অনবরতঃ নাড়তে হবে।এরপর দুই তার পরিমাপ ঘন মিশ্রন করে নিতে হবে।

  6. 6

    ভেজে রাখা মুরালী চিনির সিরাতে দিয়ে উপর নীচ করে নাড়তে হবে যাতে প্রতিটা মুরালী তে চিনির প্রলেপ লেগে যায়। এক মিনিটেই চিনি জমে সাদা হয়ে আসবে। তখন অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে।ঠান্ডা করে কৌটোতে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

Similar Recipes