ক্ষীর মালপোয়া (kheer malpua recipe in Bengali)

Mittra Shrabanti
Mittra Shrabanti @Shrabanti_1986
182/4 Dharmotola Road, Howrah,Salkia,711106

#দোলের রেসিপি
মিষ্টি মুখ করে শুরু হোক দোল উৎসব

ক্ষীর মালপোয়া (kheer malpua recipe in Bengali)

#দোলের রেসিপি
মিষ্টি মুখ করে শুরু হোক দোল উৎসব

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ১কাপ ময়দা
  2. ১ কাপ র একটু কম দুধ
  3. ১চা চামচ গোলমরিচ ক্রাশ
  4. ১/২ চা চামচ মৌরি ক্রাশ
  5. ২টেবিল চামচ সুজি
  6. ১টি কলা স্ম্যাসড
  7. ৪টেবিল চামচ খোয়া
  8. ৪টেবিল চামচড্রাই ফ্রুট কুচি
  9. পরিমাণ মতসাদা তেল ভাজার জন্য
  10. ২ টেবিল চামচঘি
  11. ১কাপ + ২চা চামচ চিনি
  12. ১কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সব উপদান র সাথে ২টেবিল চামচ খোয়া ও ড্রাই ফ্রুট দিয়ে ঘন বেটার করলাম।চিনি দিলাম ২ চা চামচ স্বাদ অনুযায়ী।

  2. 2

    চিনি র রস করার জন্য চিনি ও জল দিয়ে অল্প চ্যাটচ্যাট এ রস বানান।

  3. 3

    সাদা তেল কড়াই তে গরম করে তাতে অল্প অল্প ব্যাটার দিয়ে ভেজে তুলে উষ্ণ গরম অবস্থায় রস এ ডুবিয়ে ২-৪ মিনিট রেখে তুলে নিতে হবে।উপর দিয়ে ড্রাই ফ্রুট ও খোয়া ক্ষির ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mittra Shrabanti
Mittra Shrabanti @Shrabanti_1986
182/4 Dharmotola Road, Howrah,Salkia,711106
আমার ভালোলাগা আর ভালবাসা হলো নতুন নতুন রান্না করা।
আরও পড়ুন

Similar Recipes