আলুর চপ (Aloor chop recipe in bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

আলুর চপ (Aloor chop recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
3জন
  1. 1 টি বড়বড় আলু
  2. স্বাদ মতোনুন
  3. স্বাদ মতোবিট নুন
  4. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  5. 1/2 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  6. 1 টিপেঁয়াজ
  7. 1/2 চা চামচআদা বাটা
  8. 1/2 চা চামচরসুন বাটা
  9. 1 চা চামচচাট মশলা
  10. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  11. পরিমান মতভাজার জন্য তেল
  12. 2 কাপবেসন
  13. 4 টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে আলু সেদ্ধ করে ঠান্ডা করে ছাল ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    তারপর বেসন এ নুন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পরিমান মতো জল দিয়ে একটা ব্যাটার করে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা গুলো ভেজে তুলে নিয়ে ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে।

  4. 4

    তারপর ওই গুঁড়ো করে রাখা লঙ্কা,বিট নুন,জিরে গুঁড়ো,চাট মশলা,সাথে সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে নিতে হবে,তার মধ্যে যেনো কোনো গোটা না থাকে।

  5. 5

    প্যানে বাকি তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু নরম করে ভেজে,তার সাথে আদা রসুন বাটা,মেখে রাখা আলু সেদ্ধ মাখা দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে।

  6. 6

    এবার হাত দিয়ে গোল গোল চ্যাপ্টা করে একটু বেসন এর গুঁড়ো মাখিয়ে নিতে হবে।

  7. 7

    এবার ওই বেসন এর ব্যাটার এ চপ গুলো ডুবিয়ে ছাকা তেলে ভেজে তুলে নিতে হবে।

  8. 8

    চপ গুলো চায়ের সাথে পরিবেশন করতে হবে।আমি চপ গুলো চা আর মুড়ির সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

Similar Recipes