এগ রোল (egg roll recipe in Bengali)

Moli Mazumder
Moli Mazumder @cook_17986015

এগ রোল (egg roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
2 জন
  1. 150 গ্রামময়দা
  2. 2 টিডিম
  3. 4 চা চামচতেল
  4. 1 টিপেঁয়াজ কুচি
  5. 1/2 গাজর কুচি
  6. 1/2 শসা কুচি
  7. 1 চা চামচনুন
  8. 2 চা চামচটমেটো সস
  9. পরিমাণ মতজল
  10. 1 চা চামচবিটনুন
  11. 1 টিকাঁচালঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    ময়দা অল্প নুন ও এক চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে ময়ান দিতে হবে

  2. 2

    ময়দা অল্প জল দিয়ে ভালো করে মখে রাখতে হবে ।

  3. 3

    ময়দা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।

  4. 4

    ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে পরিমাণমতো নুন দিয়ে মিশিয়ে রাখতে হবে।

  5. 5

    ময়দার ডো থেকে লেচি কেটে রুটির আকারে বেলে নিতে হবে ।

  6. 6

    তাওয়া তে অল্প তেলে দিয়ে রুটি গুলো ভেজে নিতে হবে ।

  7. 7

    ঐ তাওয়া তে অল্প তেলে দিয়ে ডিমের গোলা দিয়ে ঘুরিয়ে রুটির মতো আকার দিয়ে ওপরে রুটি দিয়ে উলটে নামিয়ে রাখতে হবে ।

  8. 8

    আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, শসা, গাজর ও লংকা কুচি দিয়ে টমেটো সস ও বিট নুন দিয়ে রোলের মতো গড়ে কাগজে সাথে মুড়ে পরিবেশন করুন "এগ রোল"

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moli Mazumder
Moli Mazumder @cook_17986015

Similar Recipes