সয়াবিনের চপ(Soyabeaner chop recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#Streetology
সন্ধ্যার পর চপ খেতে সবারই খুব ভালো লাগে. কলকাতার রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চপ বিক্রি হয়, কলকাতার স্ট্রীট ফুডের স্টাইলে আমি সয়াবিনের চপ তৈরি করেছি.

সয়াবিনের চপ(Soyabeaner chop recipe in Bengali)

#Streetology
সন্ধ্যার পর চপ খেতে সবারই খুব ভালো লাগে. কলকাতার রাস্তার ধারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চপ বিক্রি হয়, কলকাতার স্ট্রীট ফুডের স্টাইলে আমি সয়াবিনের চপ তৈরি করেছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
5জন
  1. 1/2 কাপসয়াবিন
  2. 1 টিসেদ্ধ আলু
  3. 1 টিপেঁয়াজ কুচি করা
  4. 2টেবিল চামচ শুকনো তাওয়ায় ভাজা বাদাম
  5. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. 1/2 টেবিল চামচ আদা রসুন কুচি
  7. 1 চা চামচলেবুর রস
  8. স্বাদমতোলবণ
  9. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  10. 1 টিকাঁচালঙ্কা কুচি
  11. 2টেবিল চামচ তেল
  12. 1/2 চা চামচচিনি
  13. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  14. 1/4 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  15. 1 চা চামচভাজা মশলা গুঁড়ো(ধনে, জীরে,মৌরি,শুকনো লঙ্কা)
  16. অন্যান্য উপকরণ
  17. 1/2 কাপময়দা
  18. স্বাদ অনুযায়ীলবণ
  19. 1 কাপব্রেডকাম
  20. পরিমাণ মত ভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে সয়াবিন গরম জলে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে মিক্সচারে আধা পেশাই করতে হবে. কড়াইতে তেল দিয়ে গরম করে আদা, রসুন,কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে. পেঁয়াজ ভাজতে নরম হলে সয়াবিন দিয়ে দিতে হবে. এবার লবণ,হলুদ, জিরা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে 2 মিনিটের মত ভাজতে হবে কম আচে. এবার চটকানো আলু সেদ্ধ দিয়ে চিনি, বাদাম,ভাজা মসলা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে. ঠান্ডা হয়ে গেলে লম্বা আকারে গড়ে নিতে হবে.

  2. 2

    ময়দা আর জল দিয়ে মোটামুটি একটা বেটার করে নিতে হবে. আরেকটি প্লেটে ব্রেডকাম ছড়িয়ে দিতে হবে.এবার একটি করে সয়াবিনের চপ ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেডকাম দিয়ে মাখিয়ে নিতে হবে.

  3. 3

    আবার ব্রেডকাম মাখানো চপটি দ্বিতীয়বার ময়দার ব্যাটারে ডুবিয়ে আবার ব্রেডকাম দিয়ে মাখিয়ে নিতে হবে. এইভাবে সব সবগুলো করে নিয়ে 30 মিনিট রেখে দিতে হবে.

  4. 4

    কড়াইতে তেল ভালো করে গরম করে মিডিয়াম আচে সবগুলো এপিঠ ওপিঠ করে বাদামি করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes