এগ রোল (egg roll recipe in Bengali)

Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া

সন্ধ্যা বেলা র জলখাবার হিসাবে অনবদ্য। রাতের বেলা ছোটরা রুটি খেতে না চাইলে ও বানিয়ে দিতে পারো এই এগ_রোল। ছোট বড় সবার ই প্রিয়।

এগ রোল (egg roll recipe in Bengali)

সন্ধ্যা বেলা র জলখাবার হিসাবে অনবদ্য। রাতের বেলা ছোটরা রুটি খেতে না চাইলে ও বানিয়ে দিতে পারো এই এগ_রোল। ছোট বড় সবার ই প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 200 গ্রামময়দা
  2. 200 গ্রামসাদা তেল
  3. স্বাদ অনুযায়ীনুন
  4. 1 চা চামচচিনি
  5. 1টিশসা
  6. 1টিপেঁয়াজ
  7. 2টিলঙ্কা
  8. 1/2পাতি লেবু
  9. 2টিডিম
  10. 1 চা চামচমরিচ গুঁড়ো
  11. 1/2 কাপটমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে ময়দা টা কে নুন চিনি ও সাদা তেল দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নিতে হবে।

  2. 2

    ময়দা র ডো টি কে কেটে 2 টো টুকরো করে নিতে হবে। এবং রুটি র আকারে বেলে নিতে হবে।

  3. 3

    প্যানে একটা রুটি কে দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিয়ে তেল ছড়িয়ে হাল্কা করে ভেজে নিতে হবে। ডিমটা ফাটিয়ে একটা পাত্রে নুন দিয়ে গুলে রাখতে হবে।তারপর আবার প্যানে 2 চামচ তেল দিয়ে তাতে ডিম টা ঢেলে দিয়ে তার উপর সাথে সাথে রুটি টা দিয়ে দিতে হবে। এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে মাঝে শনি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও টমেটো সস নুন,মরিচ গুড়ো ও পাতি লেবু র রস দিয়ে মুড়ে নিলেই তৈরী এগরোল। এক ই পদ্ধতিতে আর একটি রোল কে ও তৈরী করে নিতে হবে। তৈরী হয়ে গেলে কাগজ দিয়ে অর্ধেক টা মুড়ে দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া
পেশা শিক্ষকতা, নেশা রান্না । সর্বোপরি নতুন নতুন রান্না করে সবাই কে খাওয়া তে ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (4)

Similar Recipes