মাছের চপ (macher chop recipe in Bengali)

Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011

মাছের চপ (macher chop recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধ ঘন্টা
৩জন
  1. ৪-৫টারুই বা কাতলা মাছের পেটি
  2. ৩টেবিল চামচআদা রসুন ও পেঁয়াজ বাটা
  3. ১ টা পেঁয়াজ কুচি
  4. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  5. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  6. ১ চা চামচশুকনো লঙ্কা ও জিরে ভাজা গুঁড়ো
  7. প্রয়োজন মতসরষের তেল
  8. ২চা চামচ‌কর্নফ্লাওয়ার
  9. ১টা ডিম
  10. ১বাটিব্রেড ক্রাম্বস
  11. ১ চা চামচ ধনেপাতা
  12. ১মুঠো বাদাম ভাজা

রান্নার নির্দেশ সমূহ

আধ ঘন্টা
  1. 1

    মাছ হালকা ভেজে তুলে কাঁটা বেছে নিন।তারপর তেলে সব মসলা দিয়ে কষে টানিয়ে নিন।

  2. 2

    এবার ধনেপাতা,শুকনো ভাজা মসলা আর বাদাম ভাজা গুঁড়ো করে মিশিয়ে নিয়ে লম্বাটে আকার দিন। ডিম আগে থেকে নুন গোলমরিচ দিয়ে ফেটিয়ে রাখুন।

  3. 3

    এবার ওই লম্বাটে করে গড়ে রাখা মাছের চপ প্রথমে শুকনো কর্নফ্লাওয়ার এ গড়িয়ে তারপর ডিমের গোল্লায় ডুবিয়ে আবার ব্রেড ক্রম এ গড়িয়ে ডুব তেলে সোনালী করে ভেজে তুলুন।

  4. 4

    রেডী। গরম গরম স্যালাড, সস ও কাসুন্দি দিয়ে খান😀

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011
হ্যাঁ আমি রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes