চিকেন মোমো(chicken momo recipe in Bengali)

Hafiza Yeasmin
Hafiza Yeasmin @Yeasmin

চিকেন মোমো(chicken momo recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা
৪জন
  1. ১কাপ চিকেন কিমা
  2. স্বাদ মতলবণ
  3. ২কাপ ময়দা
  4. প্রয়োজন অনুযায়ীতেল
  5. পরিমাণ মতসস
  6. প্রয়োজন অনুযায়ীগাজর ও ধনে পাতা সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা
  1. 1

    চিকেন নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সেদ্ধ করে নিন,

  2. 2

    এবার ময়দা নুন ও তেল দিয়ে ভালোভাবে মেখে নিন

  3. 3

    চিকেন এ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও সয়াসস দিয়ে দিন,

  4. 4

    ময়দা ছোটো ছোটো করে লেচি কেটে নিন

  5. 5

    ঐ চিকেন পুর ভরে ভাজ করে নিন।মোমের পাত্রে স্টিম করে নিন এবং স্যুপ এর সাথে পরিবেশন করুন,

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Hafiza Yeasmin
Hafiza Yeasmin @Yeasmin

Similar Recipes