মাছের চপ (macher chop recipe in Bengali)

Prativa Dutta Banik
Prativa Dutta Banik @cook_24765795

#fish
#sups

সন্ধ্যে বেলার জলখাবার হিসেবে দারুন সুস্বাদু মুখরোচক এই মাছের চপ আমার নাতির ভীষণ প্রিয়। তাই প্রায় ই বানিয়ে থাকি এটা।

মাছের চপ (macher chop recipe in Bengali)

#fish
#sups

সন্ধ্যে বেলার জলখাবার হিসেবে দারুন সুস্বাদু মুখরোচক এই মাছের চপ আমার নাতির ভীষণ প্রিয়। তাই প্রায় ই বানিয়ে থাকি এটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০- ৪৫মিনিট
৩-৪ জন
  1. ৪-৫টিকাতলা বা রুই মাছের পেটি
  2. ১টা বড়ো আলু সেদ্ধ
  3. ১টা মাঝারি পেঁয়াজ কুঁচি
  4. ১ টেবিল চামচআদা - রসুন বাটা
  5. প্রয়োজন অনুযায়ীভাজা মশলা (ধনে জিরে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুড়িয়ে নেওয়া)
  6. ১/২চা চামচগরম মশলা
  7. প্রয়োজন অনুযায়ীচিনে বাদাম
  8. ২-৩ টে কাঁচা লঙ্কা কুচি
  9. প্রয়োজন অনুযায়ীধনে পাতা কুচি
  10. ২ টো ডিম ফেটানো
  11. ১/২ কাপময়দা
  12. ১ কাপব্রেড ক্রাম্ব
  13. স্বাদ অনুযায়ীনুন
  14. ১চা চামচহলুদ
  15. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ডিপ ফ্রাই করার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৪০- ৪৫মিনিট
  1. 1

    একটা প্যানে জল গরম করে মাছের পিসগুলো সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ হোয়ে গেলে ছাল আর কাটা গুলো আলাদা করে নেবো।

  2. 2

    কড়াইতে কিছুটা তেল দিয়ে তাতে পেয়ায কুচি দিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেবো।

  3. 3

    এবার কড়াইতে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়া, ভালো করে কষিয়ে নেবো। এরমধ্যে দেবো সেদ্ধ করা মাছ আর আলু সেদ্ধ। দেবো স্বাদ মতো নুন, অল্প চিনি। ভালো করে মিশিয়ে নেবো সবকিছু।

  4. 4

    এরপর অ্যাড করবো বাদাম, ভাজা মশলা, গরম মশলা, ধনে পাতা কুচি। সব মিশিয়ে আঁচ টা বন্ধ করে দেবো।

  5. 5

    মিশ্রণটা একটু ঠাণ্ডা হলে এরমধ্যে দেবো এক মুঠো ব্রেড ক্রাম্ব আর মিশিয়ে নেবো ভালো করে। আর গোল গোল করে চপের আকারে গড়ে নেবো।

  6. 6

    ডিম ফেটিয়ে নেবো সামান্য নুন দিয়ে। একটা প্লেটে ময়দা, আরেকটা প্লেটে ব্রেড ক্রাম্ব ঢেলে নেবো।

  7. 7

    এবারে চপ গুলো প্রথমে ময়দায় কোট করে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব এ কোট করে প্লেটে রাখবো। এভাবে সব কটা চপ গড়ে নেবো। কোটিং টা দুবার করে করবো। চপ গুলোকে ১০মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য (চাইলে ফ্রিজেও রাখা যায়)।

  8. 8

    এরপর কড়াইতে তেল গরম করে মিডিয়াম থেকে মিডিয়াম হাই হিটে সুন্দর গোল্ডেন রং আসা পর্যন্ত ভেজে নেবো।

  9. 9

    সব শেষে গরম গরম চপ গুলোকে সার্ভ করবো স্যালাড আর কাসুন্দি র সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prativa Dutta Banik
Prativa Dutta Banik @cook_24765795

Similar Recipes