ম্যাংগো ক্যারামেল পুডিং (mango caramel puding recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ম্যাংঙ্গোম্যানিয়া

মজার স্বাদের ম্যাংগো কেরামেল পুডিং। একদম তুলতুলে মুখে দিলেই গলে যাবে। আর বাচ্চাদের খুব প্রিয়।

ম্যাংগো ক্যারামেল পুডিং (mango caramel puding recipe in bengali)

#ম্যাংঙ্গোম্যানিয়া

মজার স্বাদের ম্যাংগো কেরামেল পুডিং। একদম তুলতুলে মুখে দিলেই গলে যাবে। আর বাচ্চাদের খুব প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ক্যারামেলাইজ্ড এর জন্য
  2. ১/৪ কাপ চিনি
  3. ১/৪ আম পাল্প
  4. ১/৩ কাপ চিনি
  5. ১.৫ কাপ দুধ
  6. ৫ টা ব্রেড
  7. ১/৪ কাপ কাসটার্ড পাউডার
  8. ১/২ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে চিনি দিয়ে গলিয়ে ক্যারামেল করে একটা পাত্রে ঢেলে রাখতে হবে।

  2. 2

    তারপর ব্রেড এর সাইড কেটে বাকি সাদা ভাত টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে পাউডার বানিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর আলাদা একটা পাত্রে কাসটার্ড পাউডার দিয়ে ওর মধ্যে জল দিয়ে ঘুলে রাখতে হবে।

  4. 4

    তারপর কড়াইতে দুধ দিয়ে ওর মধ্যে চিনি দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেলে ওর মধ্যে কাসটার্ড দিয়ে অনবরত নাড়তে হবে।

  5. 5

    তারপর একবার উতল আসলে ওর মধ্যে আমের পেস্ট দিয়ে নাড়তে হবে
    তারপর যখন একটু ঘনো হয়ে আসবে তখন ব্রেড এর গুড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর কেকের মত বেটার তৈরি হলে নামিয়ে নিতে হবে ।

  6. 6

    ব্যাটার টা নামিয়ে ক্যারামেল করে রাখা চিনির পাত্রে ঢেলে দিতে হবে আর ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে।

  7. 7

    তারপর একটা পাত্রে জল বসিয়ে তার মধ্যে একটা স্টেন্ড।বসিয়ে ৫ মিনিট জল গরম করে নিতে হবে তারপর ব্যাটারের পাত্র বসিয়ে ৩০ মিনিট হতে দিতে পারে।

  8. 8

    ৩০ মিনিট পর পুডিং নামিয়ে নিতে হবে।
    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes