পটলের রেজালা (potoler rezala recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#পটলমাস্টার
যেকোনো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। পটলের অনেক রকম রেসিপি আমি করি এবারে করলাম পটলের রেজালা। খুবই ভালো খেতে হয় এটা ভাত ,রুটি, পরোটা ,ফ্রাইড রাইস ও পোলাওয়ের সাথে খুব ভালো লাগে।

পটলের রেজালা (potoler rezala recipe in Bengali)

#পটলমাস্টার
যেকোনো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। পটলের অনেক রকম রেসিপি আমি করি এবারে করলাম পটলের রেজালা। খুবই ভালো খেতে হয় এটা ভাত ,রুটি, পরোটা ,ফ্রাইড রাইস ও পোলাওয়ের সাথে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ -২০ মিনিট
৩জন
  1. ৮ টা পটল
  2. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  4. ১/২চা চামচ জিরেগুঁড়ো
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ১টা পেঁয়াজ বাটা
  8. ২টো কাঁচা লঙ্কা বাটা
  9. ২ চা চামচ পোস্তবাটা
  10. ৫-৬টা কাজু বাটা
  11. ৫ চা চামচ টক দই
  12. ২+২ টো এলাচ ও দারচিনি
  13. ১টা তেজপাতা
  14. ২ চা চামচ ঘি
  15. ১ চা চামচ চিনি
  16. পরিমাণ মত সাদা তেল
  17. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

১৫ -২০ মিনিট
  1. 1

    পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে কেটে নিতে হবে। পটলের গায়ে একটু চিরে দিয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে ।

  2. 2

    এবার সাদা তেল পটল গুলো হালকা করে ভেজে নিতে ।হবে।

  3. 3

    এবার সাদা তেলের মধ্যে ঘি দিয়ে এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে পিয়াজ,আদা ও রসুনের পেস্ট,লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো দিয়ে ৩-৪ মিনিট মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর ওর সাথে কাজু ও পোস্তের পেস্ট দিয়ে আর একটু কষিয়ে ফেটানো টক দই দিয়ে আরও ২-৩ মিনিট নেড়েচেড়ে কিছুটা বাটি ধোয়া জল দিয়ে পটল গুলো ওর মধ্যে দিয়ে ৫-৭ মিনিট ফুটতে দিতে হবে। এই সময় ওর মধ্যে লবণ ও চিনি অ্যাড করতে হবে।

  5. 5

    ৫-৭ মিনিট পর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটলের রেজালা।

  6. 6

    এবার সার্ভিং প্লেটে সাজিয়ে_ ভাত, রুটি, পরোটা,ফ্রাইড রাইস পোলাও _যে কোন খাবারের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes