ফুলকপির রেজালা (foolkopir rezala recipe in Bengali)

SubhraSaha Datta
SubhraSaha Datta @cook_26550843

#GA4
#Week10
ফুলকপির রেজালা রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে খেতে।

ফুলকপির রেজালা (foolkopir rezala recipe in Bengali)

#GA4
#Week10
ফুলকপির রেজালা রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 - 30 mins
3 সারভিংস
  1. 1 টাফুলকপি
  2. স্বাদ মতোনুন
  3. 1চিমটিহলুদ গুঁড়ো
  4. 1/4 চা চামচলঙ্কাগুঁড়ো
  5. 1/2 চা চামচআদা বাটা
  6. 1/2 চা চামচপোস্ত বাটা
  7. 1 চা চামচচারমগজ বাটা
  8. 1 চা চামচকাজু বাদাম বাটা
  9. 1/2 চা চামচজায়ফল গুঁড়া
  10. 1 চা চামচগোলাপ জল
  11. 1 টা তেজপাতা
  12. 3-4টে গোটা গোলমরিচ
  13. 3-4টিগোটা লবঙ্গ
  14. 3-4 টিগোটা গরম মসলা
  15. 1/2চা চামচ জিরা
  16. 1 চা চামচঘি
  17. পরিমান মত সাদা তেল
  18. 1/2 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

25 - 30 mins
  1. 1

    প্রথমে ফুলকপিগুলো অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি।

  2. 2

    কড়াইয়ে পরিমাণমতো তেল নিলাম। অল্প নুন হলুদ দিয়ে ফুলকপি গুলো ভেজে নিলাম।

  3. 3

    ওই তেলে ঘি দিয়ে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, গরম মসলা, জিরা, ফোড়ন দিলাম।

  4. 4

    এরপর আদাবাটা দিয়ে একটু ভেজে নিলাম। এরপর একে একে দিয়ে দিলাম পোস্ত বাটা, চারমগজ বাটা, কাজু বাদাম বাটা, লঙ্কাগুঁড়ো, চিনি দিয়ে অল্প কষিয়ে ভাজা ফুলকপি গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।

  5. 5

    এরপর পরিমাণমতো গরম জল দিয়ে দিলাম। ফুলকপি গুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জাইফল গুরু, গোলাপজল।

  6. 6

    খুব বেশি ঝোল হবে না। মাখোমাখো হয়ে যাওয়ার পর নামিয়ে ফেললাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SubhraSaha Datta
SubhraSaha Datta @cook_26550843

Similar Recipes