দই পটল মালাইকারি (Doi potol malaikari recipe in Bengali)

Sarita Nath
Sarita Nath @sarita_s_cuisine
কলকাতা

#পটলমাস্টার

দই পটল মালাইকারি (Doi potol malaikari recipe in Bengali)

#পটলমাস্টার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 8টি পটল
  2. 100গ্ৰাম টক দই
  3. 4টেবিল চামচ কাজুবাদাম বাটা
  4. 4টেবিল চামচ নারকেল বাটা
  5. 1 চা চামচআদা কাঁচালঙ্কা বাটা
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  9. পরিমান মতোআস্ত গরম মশলা
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. 1 চা চামচচিনি
  12. 1 চা চামচঘি
  13. পরিমাণ মতোসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে পটল গুলো খোসা ছাড়িয়ে দুই দিক দিয়ে চিড়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টার জন্য।

  2. 2

    এরপর কড়াইতে সরষের তেল দিয়ে পটল গুলো হালকা সোনালি করে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে,আদা কাঁচা লঙ্কা বাটা ও একে একে সব গুড়ো মশলা,নুন,চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।এরপর ফেটানো টক দই, কাজুবাদাম বাটা ও নারকেল বাটা দিয়ে সামান্য জল দিয়ে ভেজে রাখা পটল দিতে হবে।

  4. 4

    এরপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে পটল নরম হয়ে গেলে ঢাকা তুলে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরী দই পটল মালাইকারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarita Nath
Sarita Nath @sarita_s_cuisine
কলকাতা

Similar Recipes