রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40-45মিনিট
3জন
  1. 6 টাবড়ো আকারের পটল
  2. 1মাঝারি আকারের নারকেল অর্ধেক
  3. পরিমাণ মতদুটি ছোট এলাচ,এক টুকরো দারুচিনি,তিনটে লবঙ্গ,একটু জয়িত্রী
  4. 1 কাপঘন করে জ্বাল দেওয়া ঈষৎ উষ্ণ দুধ
  5. 4টি কাঁচা লঙ্কা
  6. স্বাদমতোনুন ও চিনি
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1 চা চামচকাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো
  9. 2 টি ছোট সাইজের পাকা টমেটো
  10. 1 ইঞ্চিআদা
  11. 1/2 চা চামচজিরে
  12. 4-5টেবিল চামচ সরষের তেল
  13. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  14. 2 টেবিল চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

40-45মিনিট
  1. 1

    নারকেল কুড়ে বা ছোট ছোট পিস করে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে। প্রয়োজনে একটু জল যোগ করতে হবে

  2. 2

    পটল গুলো খোসা ছাড়িয়ে ওপরে নিচে হালকা করে চিড়ে নিতে হবে। এইবার ভাল করে ধুয়ে কড়াইয়ে তেল গরম করে হলুদ ও নুন দিয়ে পটল ভাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    টমেটো আধা উজিরে সামান্য জল যোগ করে ভালো করে বেটে নিতে হবে

  4. 4

    এইবার পটল ভাজা তেলের মধ্যে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে যখন গন্ধ বেরোবে তখন টমেটো, আদা ও জিরের মিশ্রন দিয়ে ভালো করে কষাতে হবে। মসলা থেকে যখন তেল ছাড়বে তখন নারকেলের মিশ্রণটি অর্ধেক দিয়ে নাড়িয়ে আবার বাকি মিশ্রণ ঢেলে স্বাদ মতো নুন, হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট কষাতে হবে।

  5. 5

    এইবার পটল গুলো দিয়ে নাড়িয়ে আরও 15 থেকে কুড়ি মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  6. 6

    মসলা থেকে তেল ছারলে দুধ দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে।

  7. 7

    গ্রেভি থেকে যখন তেল ছেড়ে আসবে তখন স্বাদমতো মিষ্টি, গরম মসলা ও ঘি দিয়ে নাড়িয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

মন্তব্যগুলি

Similar Recipes