স্টাফ্ড আলুর দম (Stuffed Aloor Dum Recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#আলু
আলু সব সবজির মধ্যে থেকে একটা প্রধান সবজি।আমরা আলু দিয়ে নানারকম রেসিপি বানিয়ে থাকি। আমি এই রেসিপি টি খুব কমন সবজি "স্টাফ্ড আলুর দম "একদম নিজের মত করে বানিয়েছি। সব কিছু রান্না এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো বাসি। এটি দারুন সুস্বাদু খেতে হয়েছে ।এটা নিরামিষ ও আমিষ দুই ভাবে বানানো যায়। শরীর অসুস্থ থাকার পর মুখটা ভীষণ খারাপ হয়ে যায়, তাই এই খাটামিঠা পদটি একবার হলেও ট্রাই অবশ্যই করবেন,আশাকরি ভালো লাগবে।

স্টাফ্ড আলুর দম (Stuffed Aloor Dum Recipe In Bengali)

#আলু
আলু সব সবজির মধ্যে থেকে একটা প্রধান সবজি।আমরা আলু দিয়ে নানারকম রেসিপি বানিয়ে থাকি। আমি এই রেসিপি টি খুব কমন সবজি "স্টাফ্ড আলুর দম "একদম নিজের মত করে বানিয়েছি। সব কিছু রান্না এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো বাসি। এটি দারুন সুস্বাদু খেতে হয়েছে ।এটা নিরামিষ ও আমিষ দুই ভাবে বানানো যায়। শরীর অসুস্থ থাকার পর মুখটা ভীষণ খারাপ হয়ে যায়, তাই এই খাটামিঠা পদটি একবার হলেও ট্রাই অবশ্যই করবেন,আশাকরি ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৮ টি ছোট সাইজের আলু
  2. ২ টি ডিম সেদ্ধ
  3. ১ টি পেঁয়াজ (ছোট)
  4. ৫-৬ টি রসুন কোয়া
  5. ১ টেবিল চামচ আদা গ্রেট করা
  6. ১ টি ম্যাগি মশলা
  7. ১.৫ টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  8. ২-৩ টি কাঁচা লঙ্কা কুচি
  9. ১ চা চামচ রোস্টেড জিরে ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১ টি তেজপাতা
  13. ১৷২ চা চামচ গোটা জিরে
  14. ২ টেবিল চামচ কাঁচা মিঠা আম কুচি
  15. ১৷২ চা চামচ হলুদ গুঁড়ো
  16. ১৷২ চা চামচ চাট মশলা
  17. ১৷২ চা চামচ আমচুর পাউডার
  18. ১ চা চামচ চিনি
  19. স্বাদ মতো লবণ
  20. ১৷২ চা চামচ গরমমশলা গুঁড়ো
  21. প্রয়োজন মতো সাদা তেল
  22. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আলুর খোসা পিলার দিয়ে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার পিলার এর কোন বা নখের মতো জিনিস টা দিয়ে আসতে আসতে সাবধানে হোল বা গর্ত করে নিতে হবে এইভাবে। আপনারা চাইলে ছোট স্কুপ দিয়ে ও হোল করতে পারেন। আলু গুলো কে ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে গরম হলে আলু গুলো ভাজতে হবে দুই পিঠ গোল্ডেন ব্রাউন করে ৮০ ভাগ। এবার আলু গুলো একটা প্লেটে তুলে নিতে হবে।

  4. 4

    আলুর ভেতরে অংশ গুলো বের করা হয়েছিল সেগুলো ভেজে তুলে নিতে হবে, মনে রাখতে হবে যে আলুর মধ্যে একটু ও জল না থাকে তাহলে তেল ছিটে শরীর এ লেগে যেতে পারে।

  5. 5

    ঐ কড়াই এর তেল কিছু টা একটা বাটিতে ঢেলে দিতে হবে, আর একটু তেল এর মধ্যে ৩ টি কাঁচা লঙ্কা কুচি, ক্যাপ্সিকাম কুচি, ৩ টি রসুন কুচি আর ১ চা চামচ গ্রেট করা আদা ভেজে নিতে হবে। এবার একটা পাত্রে ভেজে রাখা আলু টুকরো,ডিম সেদ্ধ টা গ্রেট করে দিতে হবে, ম্যাগি মশলা, চাট মশলা, আমচুর পাউডার, ভেজে রাখা ক্যাপ্সিকাম, লঙ্কা, আদা, রসুন টা দিয়ে ভালো ভাবে মিশিয়ে মেখে নিতে হবে, (এখানে লবণ ইউজ করিনি, ম্যাগি মশলার মধ্যে যথেষ্ট লবণ থাকে।)আমার ফিলিং (পুর) তৈরি।

  6. 6

    (আপনারা চাইলে এটি নিরামিষ বানাতে পারেন, ডিম সেদ্ধ পরিবর্তে পনীর গ্রেট করে দিতে পারেন, আর একটু কাজু কিসমিস কুচো।)এবার ভেজে রাখা আলুর মধ্যে পুর টা ভালো ভাবে ভরে নিতে হবে চামচের পেছনের সাহায্যে।যে তেল বাটিতে তুলে রেখে ছিলাম সেটি আবার কড়াই এ দিয়ে গরম করে পুর ভরে রাখা আলু গুলো আরো একটু খানি ভেজে নিতে হবে।

  7. 7

    এবার একটা মিক্সিং জারে পেঁয়াজ,৩ কোয়া রসুন, বাকি আদা, আম কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রোস্টেড জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা স্মুথ মশলা গ্রাইন্ড্ করে নিতে হবে। দরকার পরলে সামান্য জল দিয়ে পিষতে পারেন। আমার মশলা রেডি, এবার গ্যাসে কড়াই চাপিয়ে একটু গরম হলে ওর মধ্যে ২ টেবিল চামচ সাদা তেল বা সরষে তেল দিয়ে ওর মধ্যে ১ টি তেজপাতা ও ১৷২ চা চামচ গোটা জিরে দিয়ে মশলা টা কষতে হবে সামান্য জল দিয়ে, পরিমাণ মতো লবণ ও চিনি টা দিয়ে ভালো ভাবে নাড়তে হবে।

  8. 8

    তেল ছেড়ে আসলে ওর মধ্যে গরম মসলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ১ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে২-৩ মিনিট। এরপর ৩ মিনিট পর পুর ভরে রাখা আলু গুলো মিশিয়ে নিতে হবে আর মাঝ খান থেকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আমার তৈরি হয়ে গেছে "স্টাফ্ড আলুর দম"

  9. 9

    এবার একটা প্লেটে সাজিয়ে গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করুন। অসাধারণ টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes