লুচি আলুর দম (Luchi aloor dum recipe in Bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati

এই নববর্ষের সকালে আমার ঘরে ব্রেকফাস্টে লুচি আলুর দম বানিয়ে নিলাম।
#sn

লুচি আলুর দম (Luchi aloor dum recipe in Bengali)

এই নববর্ষের সকালে আমার ঘরে ব্রেকফাস্টে লুচি আলুর দম বানিয়ে নিলাম।
#sn

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জনের জন্য
  1. আলুর দমের উপকরণ:
  2. ২৫০গ্রাম সেদ্ধ আলু
  3. ২-৩টি রসুন কোয়া থেঁতো করা
  4. ৪-৫টি কাঁচা লঙ্কা কুচি
  5. ২চা চামচ ভাজা জিরে ও ধনে গুঁড়ো
  6. ১চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  7. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. পরিমাণ মতসর্ষের তেল
  10. ১/২টমেটো কুচি
  11. ১টেবিল চামচ ধনেপাতা কুচি
  12. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ১চিমটি চিনি
  14. ১চিমটি গোটা জিরে
  15. পরিমাণ মতবাদাম ভাজা
  16. লুচির উপকরণ:
  17. ২কাপ ময়দা
  18. ১কাপ আটা
  19. স্বাদ মতনুন
  20. ১/২চা চামচ চিনি
  21. ৩চা চামচ ভেজিটেবল অয়েল
  22. পরিমাণ মতগরম জল আন্দাজ মতো
  23. পরিমাণ মতলুচি ভাজার জন্য ভেজিটেবল অয়েল

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নেই। কড়াইতে তেল দিয়ে গরম হলে এতে বাদাম ভেজে তুলে নেই। এবার কড়াইতে আবারও তেল দিয়ে গরম হলে এতে এক চিমটি গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি ও থেঁতো করা রসুন দিয়ে নাড়াচাড়া করি।

  2. 2

    এবার এতে সেদ্ধ আলু ও নুন, হলুদ দিয়ে দেই। আলু ভালো করে সাতলে এতে টমেটো কুচি দেই। টমেটো আলু র সাথে মিশে গেলে এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,ভাজা জিরে ও ধনে গুঁড়ো দেই।

  3. 3

    এবার ভালো করে মশলা আলুর সাথে সাতলে নিয়ে এতে গরম জল আন্দাজ মতো দেই ও একটু সময় রেখে এতে গরম মশলা গুঁড়ো, চিনি, ভাজা বাদাম ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেই।

  4. 4

    লুচি জন্য প্রথম একটি পাত্রে আটা, ময়দা, নুন, তেল ও চিনি ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে এবার এতে গরম জল ধীরে ধীরে ঢেলে ভালো করে মেখে ডো বানিয়ে ভিজে কাপড়ে কিছু সময় ঢেকে রাখি।

  5. 5

    এবার ছোট ছোট লেচি কেটে গোল বল বানিয়ে বেলে কড়াইতে তেল দিয়ে গরম হলে একটি একটি করে লুচি ভেজে তুলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

মন্তব্যগুলি

Similar Recipes