বাহারি আলুর দম(Bahari aloor dum recipe in Bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#আলু
আলু এমনি একটা আনাজ জ ছাড়া আমাদের চলে না। আলু দিয়ে অনেক কিছুই হয়। আমি আজ আলু দিয়ে বাহারী আলুর দম করেছি।

বাহারি আলুর দম(Bahari aloor dum recipe in Bengali)

#আলু
আলু এমনি একটা আনাজ জ ছাড়া আমাদের চলে না। আলু দিয়ে অনেক কিছুই হয়। আমি আজ আলু দিয়ে বাহারী আলুর দম করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ৪ টে মাঝারি সাইজের আলু কেটে ৮ পিস করে সেদ্ধ করে নিয়েছি।
  2. ১চা চামচ হলুদ গুঁড়ো
  3. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  4. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  5. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  6. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  7. প্রয়োজন মতো১/২ ইঞ্চি আদা,২ টো কাঁচা লঙ্কা,১/২ চা চামচ গোটা জিরে বেটে নিয়েছ
  8. ৩ চা চামচ টক দই
  9. ১/২ চা চামচ করে জিরে,ধনে,মরিচ,মৌরি আর কসুরি মেথি গুড়িয়ে নিয়েছ
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. স্বাদ অনুযায়ীচিনি
  12. ৪ টেবিল চামচ তেল
  13. পরিমাণ মত২ টো ছোট এলাচ,১/২ ইঞ্চি দারচিনি,২ টো লবঙ্গ।

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে সেদ্ধ করা আলু গুলো অল্প নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি।

  2. 2

    এবার একটা পাত্রে টক দই টা ফেটিয়ে নিয়ে তাতে সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।

  3. 3

    এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে ওই মশলা মাখানো আলু গুলো হাল্কা করে ভেজে তুলে নিয়েছি।

  4. 4

    এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে ওই টক দই এর সাথে মেশানো মশলা টা দিয়ে একটু কষে নিয়েছি।

  5. 5

    এবার তাতে ওই বাটা মশলা টা দিয়ে আরো একটু কষে নিয়েছি।

  6. 6

    এবার তাতে ওই ভেজে রাখা আলু গুলো কে দিয়ে একটু কষে নিয়ে অল্প জল দিয়ে একটু ফুটতে দিয়েছি।

  7. 7

    তারপর ওই শুকনো যে গুঁড়ো করা মশলা টা করেছি সেটা দিয়ে দিয়েছি।

  8. 8

    এবার একটু শুকিয়ে এলে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes