এগ চিকেন দম বিরিয়ানি (egg chicken dum biryani recipe in Bengali)

Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

#মা২০২১
"মা" মানে ম্যাজিক। পৃথিবীর সব ম্যাজিক তার জানা আছে। ভয় পেলে সাহস দিয়ে ভয় কাটিয়ে দেওয়া, কষ্ট ভুলিয়ে আনন্দে ভরিয়ে দেওয়া, হারিয়ে যাওয়া জিনিস নিমেষে খুঁজে দেওয়া... আরো আরো কত কি! মা কাছে থাকা মানে সমস্ত পৃথিবীটা হাতের কাছে পাওয়া।
ভালো থাকুক সমস্ত মায়েরা
আর মায়ের তো মেয়ের হাতে রাঁধা সব রান্নাই ভালো লাগে, তবু তার পছন্দের একটি রান্না সকলের সাথে ভাগ করে নিলাম।

এগ চিকেন দম বিরিয়ানি (egg chicken dum biryani recipe in Bengali)

#মা২০২১
"মা" মানে ম্যাজিক। পৃথিবীর সব ম্যাজিক তার জানা আছে। ভয় পেলে সাহস দিয়ে ভয় কাটিয়ে দেওয়া, কষ্ট ভুলিয়ে আনন্দে ভরিয়ে দেওয়া, হারিয়ে যাওয়া জিনিস নিমেষে খুঁজে দেওয়া... আরো আরো কত কি! মা কাছে থাকা মানে সমস্ত পৃথিবীটা হাতের কাছে পাওয়া।
ভালো থাকুক সমস্ত মায়েরা
আর মায়ের তো মেয়ের হাতে রাঁধা সব রান্নাই ভালো লাগে, তবু তার পছন্দের একটি রান্না সকলের সাথে ভাগ করে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2ঘ:30মি: প্রায়
3-4জন
  1. 700 গ্রামমুরগির মাংস
  2. 3 টি বড় পেঁয়াজ
  3. 1 চা চামচবিরিয়ানি মসলা
  4. 1/2 চা চামচগরম মশলা
  5. 1.5 চা চামচ আদা রসুন বাটা
  6. 1/2 চা চামচদুটি কাঁচা লঙ্কা কুঁচি
  7. স্বাদ মতনুন
  8. 2 টেবিল চামচ গোলাপ জল
  9. 1.5টেবিল চামচ কেওড়া জল
  10. পরিমাণ মত মিঠা আতর
  11. 1 টুকরোদারুচিনি
  12. 1 টা বড় এলাচ
  13. 3টি ছোট এলাচ
  14. 3-4 টি লবঙ্গ
  15. 1/2জায়ফল
  16. 1 টা জয়িত্রী
  17. 60 গ্রামঘি
  18. 5- 6 টেবিল চামচটকদই
  19. 2 টোশুকনো লঙ্কা বাটা
  20. 1/4 ca camcসা জিরে
  21. 500 গ্রামবিরিয়ানি চাল
  22. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  23. 5-6 টিগোটা তেজ পাতা
  24. 2 টোসেদ্ধ ডিম
  25. 2 টিহাফ করে রাখা আলু

রান্নার নির্দেশ সমূহ

2ঘ:30মি: প্রায়
  1. 1

    পেঁয়াজ গুলি লম্বা লম্বা করে কেটে প্রথমে কম আঁচে তারপর আঁচ বাড়িয়ে বেরেস্তা করে ভেজে নিতে হবে

  2. 2

    চিকেন ভালো করে ধুয়ে তারমধ্যে আদা-রসুন বাটা, টক দই, গরম মসলা, অর্ধেক চা-চামচ বিরিয়ানির মসলা, স্বাদমতো নুন, 1 চা চামচ গোলাপ জল, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, সা জিরে ও কিছুটা পরিমাণ ভাজা বেরেস্তা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা মতো। তারপর 4 টেবিল-চামচ মত জি দিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়িয়ে সম্পূর্ণ কষিয়ে নিতে হবে।

  3. 3

    এদিকে চাল আধঘন্টা ধরে নরমাল জলে ভিজিয়ে রাখতে হবে তারপর গরম জলের মধ্যে গোটা গরম মসলা, জয়ত্রী, জায়ফল দিয়ে ফুটাতে হবে। জলের মধ্যে সাদা তেল দিয়ে একবার নাড়িয়ে চাল দিয়ে সেদ্ধ করতে হবে। চাল ৮০ ভাগ মতো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে কিছুটা ঠান্ডা হতে দিতে হবে।

  4. 4

    এবার একটি বড় মাপের গামলা বা হাঁড়ির নিচে কতগুলি গোটা তেজপাতা দিয়ে তারমধ্যে বসিয়ে রাখা অর্ধেকটা চিকেন কারি সমেত দিয়ে দিতে হবে তার ওপর অর্ধেকটা সাদাভাত ছড়িয়ে দিতে হবে। এইবার এইবার ভাতের উপর কিছুটা গোলাপজল, কিছুটা কেওড়া জল, বিরিয়ানি মশলা গুঁড়ো, কিছুটা বেরেস্তা, ঘী ও মিঠা আতর, ডিম, আলু দিয়ে বাকি চিকেন দিয়ে আবার পুনরায় ভাত দিয়ে ও তার ওপর মসলা দিয়ে এক ই ভাবে সাজাতে হবে।

  5. 5

    এইবার পাথরের মুখের মধ্যে কিছুটা মাখা আটা ভালো করে লাগিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে এয়ার টাইট ভাবে চাপা দিয়ে একটি তাওয়ার উপর দমে বসাতে হবে।

  6. 6

    40 থেকে 45 মিনিট দমে দেওয়ার পর পরিবেশনের জন্য তৈরি এগ চিকেন দম বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

Similar Recipes