নারকেলের বরফি(narkeler barfi recipe in Bengali)

Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

#ঠাকুরবাড়ির২০২১

নারকেলের বরফি(narkeler barfi recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টানারকেল
  2. ২৫০গ্রামচিনি
  3. ৪চা চামচঘি
  4. ৪টেএলাচ
  5. ১ চা চামচ সুজি
  6. ৪ চা চামচগুঁড়ো দুধ
  7. ১ কাপ দুধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে নারকেল কুড়িয়ে নিয়ে দুধ দিয়ে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে চিনি ও নারকেল এর পেস্ট টা দিয়ে নাড়তে হবে।

  3. 3

    এরপর গুঁড়ো দুধ এলাচ গুঁড়ো ও দুই চামচ ঘী মিশিয়ে নাড়তে হবে।

  4. 4

    তারপর সুজি মিশিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত দলা পাকিয়ে আসে।

  5. 5

    এবার একটা থালা তে অল্প ঘী মাখিয়ে নিতে হবে। এবং ওই নারকেলের মিশ্রণ এ আরো দুই চামচ ঘী মিশিয়ে নামিয়ে ওই থালা তে ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    এরপর ঠাণ্ডা হলে যেকোনো আকারে কেটে নিতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

Similar Recipes