সুজির বরফি(sujir barfi recipe in Bengali)

Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

#মা রেসিপি

সুজির বরফি(sujir barfi recipe in Bengali)

#মা রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25 মিনিট
  1. 1 কাপসুজি
  2. 1/2 কাপঘি
  3. 4টেবিল চামচ নারকেল গুঁড়ো
  4. 3/4 কাপচিনি
  5. 1/2 চা চামচএলাচ গুঁড়ো
  6. 2 ফোঁটাকেশর ফুড কালার
  7. 1 চা চামচড্রাই ফুড

রান্নার নির্দেশ সমূহ

20-25 মিনিট
  1. 1

    কড়াইতে ঘি গরম করে কম আঁচে সুজিগুলি দিয়ে ভাজতে থাকুন

  2. 2

    ভাজতে ভাজতে যখন সুজির রং পরিবর্তন হবে তখন তাতে নারকেল গুঁড়ো দিয়ে আবার 2-3 মিনিট ভাজুন তারপর আঁচ থেকে নামিয়ে রেখে দিন

  3. 3

    এবার অন্য একটা প্যান গরম করে তাতে চিনি ও হাফ কাপ জল দিয়ে নাড়তে থাকুন, চিনি গলে গিয়ে সামান্য পিছলা পিছলা হলে তখন তাতে এলাচ গুঁড়ো এবং ফুড কালার মিশিয়ে দিন এবং আঁচ থেকে নামিয়ে নিন

  4. 4

    এবার সুজির কড়াই কম আঁচে বসিয়ে তাতে চিনির সিরাটা দিয়ে দিন ও ক্রমাগত নাড়তে থাকুন

  5. 5

    নাড়তে নাড়তে সুজি যখন মাখামাখা হয়ে দানা বাঁধার মতো পরিস্থিতিতে আসবে তখন আঁচ থেকে নামিয়ে আগের থেকে ঘি দিয়ে গ্রিসিং করা একটা ট্রেতে ঢেলে নিন এবং সমানভাবে ছড়িয়ে দিন ও ঠাণ্ডা হতে দিন

  6. 6

    তার উপরে আলমন্ড ও কাজুর টুকরো ছড়িয়ে চেপে দিন এবং ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিয়ে সেট হতে দেখে দিন

  7. 7

    ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিন ও পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

Similar Recipes