বীট বাটা(beet bata recipe in bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#ঠাকুরবাড়ির২০২১
এটি ঠাকুর বাড়ির খুবই প্রিয় একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ।

বীট বাটা(beet bata recipe in bengali)

#ঠাকুরবাড়ির২০২১
এটি ঠাকুর বাড়ির খুবই প্রিয় একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 4 টাবীট
  2. 7 কোয়ারসুন
  3. 4 টাকাঁচা লঙ্কা
  4. 1 টালাল শুকনো লঙ্কা
  5. 1/2 চা চামচকালো জিরে
  6. স্বাদ মতনুন পরিমান মতো
  7. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে বীট গুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে তারপর মিক্সিতে নুন রসুন কাঁচা লঙ্কা আর বীট একসঙ্গে পিসে নিতে হবে ।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম হলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বীট বাটা টা দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে ।

  3. 3

    এরপর নাড়তে নাড়তে যখন সব জল শুকনো হয়ে মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে

  4. 4

    এবার সার্ভিং বোলে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন বীট বাটা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes