দ‌ই মাছ (Doi mach recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#ebook06
যে কোনো বিশেষ দিনে বাড়িতে মাছের পদ‌টি অন্য‌রকমভাবে রাঁধতে ইচ্ছে হলে করা যায় দ‌ই মাছ। কম মসলায় বড় সুস্বাদু রান্না করা যায়।

দ‌ই মাছ (Doi mach recipe in bengali)

#ebook06
যে কোনো বিশেষ দিনে বাড়িতে মাছের পদ‌টি অন্য‌রকমভাবে রাঁধতে ইচ্ছে হলে করা যায় দ‌ই মাছ। কম মসলায় বড় সুস্বাদু রান্না করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জনের জন্য
  1. ৩টুকরোরুই মাছ
  2. ৩ টেবিল চামচদ‌ই
  3. ১টি ছোট এলাচ
  4. ১/২"টুকরোদারচিনি
  5. স্বাদ মতলবণ
  6. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  7. ১/৪চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. ১/৪চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ৩টেবিল চামচসর্ষের তেল
  10. ১ চা চামচ ঘি
  11. ১ টা শুকনো লঙ্কা
  12. ১ টা তেজপাতা
  13. ১/২ চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    মাছের টুকরোগুলো নুন, হলুদ মেখে পাঁচ মিনিট রেখে কড়াইয়ে তেল গরম করে ভেজে নিলাম। দু চামচ দ‌ই এর সঙে এর সঙ্গে হলুদ, নুন,কাশ্মীরি লঙ্কা, গরম মসলা গুড়ো দিয়ে ফেটিয়ে নিলাম। মাছের টুকরো গুলো তুলে নিয়ে ঐ তেলের মধ্যে ঘি দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ থেঁতো করে দিলাম। এবার ফেটানো দ‌ইটা কড়াইয়ে ঢেলে দিলাম।

  2. 2

    সমস্ত‌টা ভালো করে নেড়ে যেতে হবে ফুটে ওঠা পর্যন্ত, ফুটতে শুরু করলে মাছ দিয়ে ঢাকা দিলাম। কিছু সময় পর ঢাকা খুলে অবশিষ্ট দ‌ই ভালো করে ফেটিয়ে নিলাম চিনি দিয়ে। এবার কড়াইতে ঢেলে দিলাম।

  3. 3

    আর একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে সাজিয়ে পরিবেশন করলাম দ‌ই মাছ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

মন্তব্যগুলি (12)

Similar Recipes