রাভা ফিশ ফ্রাই (rava fish fry recipe in Bengali)

Chandana Pal
Chandana Pal @chandana_pal_100

রাভা ফিশ ফ্রাই (rava fish fry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্ৰাম ভেটকি মাছের ফিলেট
  2. ১চা চামচ আদা বাটা
  3. ১ চা চামচ রসুন বাটা
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ১/২ চা চামচ তেঁতুলের কাথ
  8. ১ টা পাতিলেবু
  9. স্বাদ মতনুন
  10. ১ কাপ সুজি বা রাভা
  11. ৪চা চামচ চাল গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, লেবুর রস আর গোলমরিচ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেঁতুলের কাথ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছগুলোতে এই মসলা মাখিয়ে আরও ১০ মিনিট রাখতে হবে।

  3. 3

    একটা প্লেটে সুজি আর চাল গুঁড়ো নিয়ে তাতে সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো মেশাতে হবে।

  4. 4

    এবার মাছগুলোকে সুজির মধ্যে গড়িয়ে নিয়ে গরম তেলে একটু লালচে করে ভেজে নিলেই রাভা ফিশ ফ্রাই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Pal
Chandana Pal @chandana_pal_100
নিত্য নতুন রান্না করতে ও নতুন নতুন রান্না শিখতে আমার খুব ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes