ফিশ ফ্রাই (Fish Fry recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

ফিশ ফ্রাই (Fish Fry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পাঁচ মিনিট।
  1. 10 টাভেটকি মাছের ফিলে
  2. 1টেবিল চামচ আদা,রসুন কাঁচা লংকা বাটা
  3. 2টেবিল চামচভিনিগার
  4. 3টিডিম
  5. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  6. স্বাদ মতোনুন আর বীটনুন
  7. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল
  8. 1কাপব্রেড ক্যাম্প
  9. 1 চা চামচকাসুন্দি
  10. স্বাদ অনুযায়ীলাল লংকা গুঁড়ো
  11. 1 চা চামচকর্ণফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

পাঁচ মিনিট।
  1. 1

    নুন, কাঁচা লংকা, আদা রসুন বাটা, ভিনিগার এই সব দিয়ে মাছের ফিলে গুলো কে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে, দু ঘন্টা।

  2. 2

    এবার একটা পাত্রে ডিম ফাটিয়ে ওতে নুন, গোলমরিচ গুরো, লংকা গুরো দিয়ে ফেটতে হবে।

  3. 3

    ম্যারিনেট করা মাছ গুলো একটা করে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটে র গুরো আর কর্ণ ফ্লাওয়ার মেশানো তে কোট করে গড়ম তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজা হলে বীটনুন ছড়িয়ে দিলেই রেডি ভেটকি মাছের ফিশফ্রাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes