কতায়েফ অসফিরি উইথ আশ্টা (Qatayef Asafiri with Ashta recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#খুশিরঈদ

এই সুস্বাদু সুন্দর প্যানকেক মধ্য প্রাচ্যের দেশগুলিতে খুব জনপ্রিয়। নানারকম স্টাফি়ং করা যায়। আশ্টা ক্রিম দিয়ে স্টাফিং করা কতায়েফ অসফিরী খুবই ভালো লাগে খেতে। ঈদের দিনে এই নতুন স্বাদের ডেজার্ট উৎসবের আনন্দ বাড়িয়ে দেবে। সাধারণত মধু বা সিরাপ এর সাথে পরিবেশন করা হয়। অবশ্য এ গুলো ছাড়া এমনি এমনিই খেতে দুর্দান্ত।

কতায়েফ অসফিরি উইথ আশ্টা (Qatayef Asafiri with Ashta recipe in Bengali)

#খুশিরঈদ

এই সুস্বাদু সুন্দর প্যানকেক মধ্য প্রাচ্যের দেশগুলিতে খুব জনপ্রিয়। নানারকম স্টাফি়ং করা যায়। আশ্টা ক্রিম দিয়ে স্টাফিং করা কতায়েফ অসফিরী খুবই ভালো লাগে খেতে। ঈদের দিনে এই নতুন স্বাদের ডেজার্ট উৎসবের আনন্দ বাড়িয়ে দেবে। সাধারণত মধু বা সিরাপ এর সাথে পরিবেশন করা হয়। অবশ্য এ গুলো ছাড়া এমনি এমনিই খেতে দুর্দান্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
6 টি পিস
  1. 3/4 কাপময়দা
  2. 2.5 টেবিল চামচ সুজি
  3. 1.5টেবিল চামচ চিনি
  4. 1/4 চা চামচবেকিং পাউডার
  5. 1/4 চা চামচড্রাই ঈস্ট
  6. 1টেবিল চামচ তেল
  7. 1 চা চামচগোলাপ জল
  8. 3/4 কাপঈষদুষ্ণ জল
  9. প্রয়োজন মতমাখন
  10. প্রয়োজন মতপেস্তা বাদাম কুচি
  11. আশ্টা ক্রিম ফিলিং
  12. 2 কাপহুইপিং ক্রিম
  13. 3/4 কাপফুল ক্রিম মিল্ক
  14. 3টেবিল চামচ ময়দা
  15. 3টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  16. 1.5টেবিল চামচচিনি
  17. 2 চা চামচগোলাপ জল/ ভ্যানিলা এক্সট্র্যাক্ট
  18. পরিবেশনের জন্য
  19. প্রয়োজণ মত মধু বা সিরাপ

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    ফিলিং- একটি সসপ্যানে ক্রিম, দুধ, ময়দা, কর্নফ্লাওয়ার ও চিনি সব ভালো করে স্মুথ করে মিশিয়ে নিন। এবার মিডিয়াম ফ্লেমে গরম করুন। ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হলে গ্যাস অফ করে দিয়ে গোলাপ জল বা ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন। ঠাণ্ডা হলে ঢেকে ফ্রিজে রাখুন।

  2. 2

    প্যানকেক - ময়দা, সুজি, ইস্ট, চিনি, বেকিং পাউডার, গোলাপ জল ও তেল একটি মিক্সিং বোলে ঈষদুষ্ণ জলে স্মুথ করা মিশিয়ে নিন। ঢেকে রাখুন কিছুক্ষণ মিশ্রণ ফুলে উঠা অবধি। আমাদের ব্যাটার রেডি।

  3. 3

    নন স্টিক ফ্রাইং প্যানে অল্প বাটার ব্রাশ করে গরম করুন। প্রয়োজন মত (ছোট প্যানকেক) ব্যাটার দিন ফ্রাইং প্যানে। প্যানকেকের উপরে বাবলস হয়ে ভেজা ভাবটা কেটে গেলেই তুলে নিন। ঢেকে রাখুন। বাকি প্যানকেক একই ভাবে তৈরি করুন।

  4. 4

    প্যানকেক একটু ঠাণ্ডা হলে হাফ ফোল্ড করে সাইডগুলি চেপে চেপে অর্ধেক সিল করে দিয়ে কোন এর মত আকার দিন। ভেতরে আস্টা ক্রিম দিয়ে স্টাফি়ং করে দিন। ক্রিমের উপর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে মধু বা সিরাপ এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes