মালাই পেঁয়াজ মশালা(Malai peyaj masala recipe in Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#week1
এই রেসিপি টি ঝটপট বানিয়ে নেওয়া যায়। মাছ মাংসের থেকে কোন অংশে কম নয়। রুটি, পরোটা বা ভাতের সাথে অসাধারণ লাগে। যগন বাড়িতে কোন সবজি থাকবে না তখন এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশাকরি ভালো লাগবে। পেঁয়াজ, টমেটো মোটা মুটি সকলের বাড়িতে মজুত থাকে।

মালাই পেঁয়াজ মশালা(Malai peyaj masala recipe in Bengali)

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#week1
এই রেসিপি টি ঝটপট বানিয়ে নেওয়া যায়। মাছ মাংসের থেকে কোন অংশে কম নয়। রুটি, পরোটা বা ভাতের সাথে অসাধারণ লাগে। যগন বাড়িতে কোন সবজি থাকবে না তখন এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশাকরি ভালো লাগবে। পেঁয়াজ, টমেটো মোটা মুটি সকলের বাড়িতে মজুত থাকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০-১৫ মিনিট
৪ জন
  1. ৩ টি পেঁয়াজ
  2. ২ টি টমেটো
  3. ৩ টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি(ঐচ্ছিক)
  4. ২ টেবিল চামচ সাদা তেল
  5. ২ টি কাঁচা লঙ্কা কুচি
  6. ১ চা চামচ আদা রসুন পেস্ট
  7. ২ টি তেজপাতা
  8. ২ টি এলাচ
  9. ২ টি লবঙ্গ
  10. ১ টুকরো দারচিনি
  11. ১/২ চা চামচ গোটা জিরে
  12. ১/২ চা চামচ গোটা সর্ষে
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  16. ২ চা চামচ ধনে গুঁড়ো
  17. ১/২ চা চামচ গরমমসলা গুঁড়ো
  18. ১ চা চামচ কসুরি মেথি
  19. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  20. ৪ চা চামচ দুধের মালাই (ফেঠানো) বা ফ্রেশ ক্রিম
  21. স্বাদ মত লবণ
  22. প্রয়োজন অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

১০-১৫ মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজ ভালো ভাবে ধুয়ে পরিস্কার করে কেটে টুকরো করে বড় বড় পেটালস বের করে নিতে হবে। টমেটো মিক্সারে পিষে পিউরী বানিয়ে নিতে হবে। আর বাকি সব জিনিস হাতের সামনে গুছিয়ে রেডি করে নিতে হবে।

  2. 2

    গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে ওতে তেজপাতা, গোটা গরম মসলা, গোটা জিরে, গোটা সরষে দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করে একটু কাঁচা ভাব টা চলে গেলে টুকরো করা পেঁয়াজ দিয়ে ভালো ভাবে নাড়তে হবে আর একটা চাপা দিয়ে রাখতে হবে ২ মিনিট।

  3. 3

    পেঁয়াজ একটু নরম হয়ে আসলে ওর মধ্যে টমেটো পিউরী আর ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে,এবার সব মসলা দিয়ে একটু জল দিয়ে কষতে হবে। মশলা কষা হলে ওর মধ্যে মালাই দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করে ২-৩ মিনিট লো আঁচে হতে দিতে হবে।

  4. 4

    ৩ মিনিট পর তেল ছেড়ে আসলে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো, কসোরি মেথি, আর ধনেপাতা কুচি দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে। আমার তৈরি হয়ে গেছে"মালাই পেঁয়াজ মশালা"।

  5. 5

    এবার একটা সা্রভিং প্লেটে সাজিয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন অসাধারণ টেস্টি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (25)

Similar Recipes