চিকেন বাটার টিক্কা মশালা (Chicken butter tikka masala recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

চিকেন বাটার টিক্কা মশালা (Chicken butter tikka masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টি পিঁয়াজ কুচি
  2. ৩ টি টমেটো কুচি
  3. ২ টেবিল চামচ রসুন বাটা
  4. ৫০০ গ্রাম চিকেন বনলেস বা উইথ বন
  5. ২ টেবিল চামচ আদা বাটা
  6. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ গরম মসলার গুঁড়ো
  8. ১ টেবিল চামচ সরষের তেল
  9. ১ টি পাতিলেবুর রস
  10. ১ টেবিল চামচ বেসন কড়াইতে হালকা টেলে নেওয়া
  11. ১/২ কাপ টক দই
  12. স্বাদ অনুযায়ীলবণ
  13. পরিমান মত সাদা তেল
  14. ২ টেবিল চামচ বাটার
  15. ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  16. ১ চিমটি গোটা জিরে ফোরণের জন্য
  17. ১ টা করে এলাচ,লবঙ্গ,দারচিনি ফোরণের জন্য
  18. ১ চা চামচ চাট মশলা
  19. ১চা চামচকসুরি মেথি
  20. ২ চা চামচ ধনের গুঁড়ো
  21. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  22. ২টেবিল চামচ কাজুবাটা, চারমগজ বাটা
  23. ১ টেবিল চামচ ক্রিম
  24. স্বাদ মতোচিনি
  25. পরিমাণ মতঅল্প পেঁয়াজ, টমেটো, ক্যাপ্সিকাম কিউব করে কেটে রাখতে হবে
  26. ২ টো লঙ্কা কুচি
  27. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  28. পরিমাণ মতোসামান্য ধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন গুলোকে নুন, পাতিলেবুর রস,লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,সরষের তেল,দই,বেসন,ধনের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো,চাট মসলা, কসুরি মেথি দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে কম করে আধা ঘন্টার জন্য।

  2. 2

    এবার কড়াইতে অল্প সাদা তেল নিয়ে চিকেন গুলোকে খানিকক্ষণ কষতে দিতে হবে এর ফলে চিকেন সিদ্ধ হয়ে যাবে আর খানিকটা ভাজা হয়ে টিক্কা তৈরি হয়ে যাবে।

  3. 3

    এবার আবার কড়াইতে সাদা তেল ও বাটার দিয়ে গোটা জিরে,গরম মসলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিতে হবে। এবার টমেটো কুচি গুলো দিয়েও বেশ খানিকক্ষণ এর জন্য ঢিমে আঁচে রেখে টমেটোটাকে কষিয়ে নরম করে নিতে হবে।

  4. 4

    এবার ওর মধ্যে আদা রসুন বাটা, ধনেগুঁড়ো,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য লবণ দিয়ে ক্রমশ কষাতে হবে।

  5. 5

    এবার মসলা কষিয়ে তেল বেরিয়ে এলে কাজুবাটা,চারমগজ বাটা পরিমাণমতো জল দিয়ে চিকেন গুলোকে দিয়ে দিতে হবে। আবার মসলা কষিয়ে তেল বেরিয়ে এলে তার মধ্যে সামান্য ক্রিম, কসুরি মেথি,গরম মসলার গুঁড়ো, পেঁয়াজ, ক্যাপ্সিকাম, টমেটো কিউব দিয়ে এবং ধনেপাতা কুচি সামান্য লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এবারের উপরে আরেকটু ক্রিম ছড়িয়ে রুটি,পরোটা,নান যাকিছুর সঙ্গে পরিবেশন করা যেতে পারে। আমি এখানে আটার নানের সঙ্গে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes