স্পাইসি চিংড়ি পোলাও(Spicy Shrimp pulao recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#GA4
#Week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি দুটি শব্দ "পোলাও" আর "প্রন" বেছে নিলাম। নিত্যদিনের ব্যস্ততার মধ্যে আমরা অনেক সময় বুঝতে পারি না, যে লাঞ্চ বা ডিনারে কি বানাবো?এই রেসিপি টি অত্যন্ত সহজ উপায়ে আর চটপট বানানো যায়,মুখরোচক তো অবশ্যই। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এর সাথে অন্য কিছু দরকার ও পড়েনা।

স্পাইসি চিংড়ি পোলাও(Spicy Shrimp pulao recipe In Bengali)

#GA4
#Week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি দুটি শব্দ "পোলাও" আর "প্রন" বেছে নিলাম। নিত্যদিনের ব্যস্ততার মধ্যে আমরা অনেক সময় বুঝতে পারি না, যে লাঞ্চ বা ডিনারে কি বানাবো?এই রেসিপি টি অত্যন্ত সহজ উপায়ে আর চটপট বানানো যায়,মুখরোচক তো অবশ্যই। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এর সাথে অন্য কিছু দরকার ও পড়েনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জন
  1. ৩ কাপ বাসমতী চাল
  2. ৪০০ গ্রাম প্রন (চিংড়ি)
  3. ৪ টেবিল চামচ সাদা তেল
  4. ১.৫ টেবিল চামচ ঘি
  5. ৩ টি মাঝারি পেঁয়াজ
  6. ১ টি টমেটো
  7. ১.৫ টেবিল চামচ আদা,কাঁচা লঙ্কা রসুন পেস্ট
  8. ১চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  10. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  11. ১ চা চামচ গরমমসলা গুঁড়ো
  12. স্বাদ মতো লবন
  13. ৪-৫ টি গোলমরিচ
  14. ১/২ চা চামচ গোটা জিরে
  15. ১চিমটি জায়ফল জয়ত্রী গুঁড়ো
  16. প্রয়োজন মতো জল
  17. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  18. ৩টিএলাচ
  19. ২টি লবঙ্গ
  20. ১ টিদারচিনি
  21. ২টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে বাসমতী চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট, এরপর জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    বাকি সব জিনিস হাতের সামনে গুছিয়ে নিতে হবে ।

  3. 3

    গ্যাসে একটা ডিপ প্যান বসিয়ে গরম হলে ওর মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে গোটা জিরে আর গোটা গরম মসলা দিয়ে একটু নাড়তে হবে, একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে, একটু লবন দিয়ে পেঁয়াজ কুচি গোল্ডেন করে ভেজে ওর মধ্যে আদা, রসুন,কাঁচালঙকা পেস্ট টা দিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো মিশিয়ে নাড়াচাড়া করতে হবে ২মিনিট এর মতো।

  4. 4

    এর পর টমেটো কুচি আর ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে চিংড়ি মাছ গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে মিডিয়াম আঁচে আরো ২ মিনিট।

  5. 5

    এর পর জল ঝরিয়ে নেওয়া চাল চিংড়ি মাছ এর মধ্যে মিশিয়ে দিয়ে ভাল করে নাড়তে হবে, গরম মসলা গুঁড়ো আর জায়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ৩ কাপ এর মতো জল দিয়ে চাপা দিতে হবে। ৮-১০ মিনিট হতে দিতে হবে।

  6. 6

    এবার ১০ মিনিট পর চাপা খুলে দিয়ে ওর মধ্যে ধনেপাতা কুচি আর নারকেল কোরা(না দিলে ও চলে) দিয়ে গারনিসিং করে নিলেই তৈরি হয়ে যাবে স্পাইসি চিংড়ি পোলাও। একটা প্লেটে সাজিয়ে দিলেই পরিবেশনের জন্য রেডি। গরম গরম মুখরোচক এই রেসিপি অসাধারণ লাগে। বিরিয়ানীর থেকে কোন অংশে কম নয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes