পটলের তরকারি(Potol ar tarkari recipe in Bengali)

Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া

#ebook06
#week3
খুবই সুস্বাদু ভাত ও রুটি র সাথে খেতে ভালো লাগে।

পটলের তরকারি(Potol ar tarkari recipe in Bengali)

#ebook06
#week3
খুবই সুস্বাদু ভাত ও রুটি র সাথে খেতে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4 জন
  1. 250 গ্রামচিংড়ি মাছ
  2. 400 গ্রামপটল
  3. 2 টিআলু বড় সাইজ
  4. স্বাদ মতোনুন
  5. স্বাদ মতোচিনি
  6. 1/2 চা চামচহলুদ
  7. 1/2 চা চামচলঙ্কা গুড়ো
  8. 1/2 চা চামচকাশ্মীর লঙ্কা গুড়ো
  9. 1/2 চা চামচধনে গুড়ো
  10. 1 চা চামচজিরে গুড়ো
  11. 1/2 চা চামচগরম মশলা
  12. 1/2 চা চামচরসুন বাটা
  13. 1/2 চা চামচআদা বাটা
  14. 150 গ্রামসরষের তেল
  15. 2 চা চামচটক দই
  16. 1 কাপপেঁয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ গুলো কে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছু ক্ষণ রেখে ভেজে নিতে হবে।

  2. 2

    কড়াই এ তেল দিয়ে পটল ও আলু গুলো কে ভেজে নিতে হবে। আবার বাকি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একে একে মশলা গুড়ো দিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে ফেটানো টক দই দিতে হবে।

  3. 3

    মশলা থেকে তেল ছাড়লে ভাজা সবজি গুলো দিয়ে তাতে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে নেড়ে ½ কাপ জল দিতে হবে। তাতে ভাজা মাছ গুলো কে দিয়ে দিতে হবে।

  4. 4

    ফুটে সবজি গুলো সিদ্ধ হয়ে গেলে ও গ্রেভি ঘন হয়ে এলে গরম মশলা গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া
পেশা শিক্ষকতা, নেশা রান্না । সর্বোপরি নতুন নতুন রান্না করে সবাই কে খাওয়া তে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes