মাটন কারি (mutton curry recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#GA4
#Week3

এবারের ধাঁধা থেকে আমি মাটন বেছে নিয়েছি। ঘরোয়া উপায়ে তৈরী এই সুস্বাদু মাটন কারি ভাত বা রুটি/ পরোটার সাথে উপাদেয় ।

মাটন কারি (mutton curry recipe in bengali)

#GA4
#Week3

এবারের ধাঁধা থেকে আমি মাটন বেছে নিয়েছি। ঘরোয়া উপায়ে তৈরী এই সুস্বাদু মাটন কারি ভাত বা রুটি/ পরোটার সাথে উপাদেয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
3জন
  1. 500 গ্রামমাটন
  2. 1 কাপটক দই
  3. 1 টালেবুর রস
  4. 1 টাবড় সাইজের পেঁয়াজ কুচি
  5. 1 টাটমাটো কুচি
  6. 1টেবিল চামচ আদা বাটা
  7. 1টেবিল চামচ রসুন বাটা
  8. 2-3 টিবড় এলাচ
  9. 2 টিতেজপাতা
  10. 4 টিছোট এলাচ
  11. 2-3 টিশুকনো লঙ্কা
  12. 4-5 টিলবঙ্গ
  13. 2 পিসদারুচিনি
  14. 1 চামচহলুদ গুড়ো
  15. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুড়ো
  16. 1 চা চামচজিরা গুড়ো
  17. 1 চা চামচধনে গুড়ো
  18. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  19. 2টেবিল চামচ তেল
  20. 2টেবিল চামচ ঘি
  21. স্বাদমতোনুন ও চিনি
  22. প্রয়োজন মতো জল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    মাটন ভালো করে ধুয়ে নিয়ে, জল ঝরিয়ে টক দই, গরম মসলা গুড়ো, নুন, লেবুর রস ও তেল দিয়ে 4-5 ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে

  2. 2

    এরপর কড়াইতে ঘি গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ ও টমাটো কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে।ভাজা হলে ম্যারিনেট করা মাটন ঢেলে দিতে হবে ।

  3. 3

    মানের পিসগুলি ভালো করে নাড়াচাড়া করে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর গুড়ো মসলা সব দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণমতো জল দিয়ে স্বাদমতো নুন চিনি দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে মাংস সিদ্ধ করতে হবে ।

  4. 4

    গোটা গরম মশলা আগে থেকে গুড়ো করে রাখতে হবে । মাটন সিদ্ধ হয়ে গেলে তাতে গোটা গরম মশলা গুড়ো ছড়িয়ে দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেলে সুস্বাদু মাটন কারি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

Similar Recipes