পটল চিংড়ি (patol chingri recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

পটল চিংড়ি (patol chingri recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 500 গ্রামপটল
  2. 500 গ্রামচিংড়ি মাছ
  3. 2 টিমাঝারি আলু
  4. 1 টি বড় পেঁয়াজ কুচি
  5. 5 কোয়ারসুন কুচি
  6. 4-5 টি কাঁচা লংকা চেরা
  7. 1 চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচজিরে বাটা
  9. 1/2 চা চামচআদা বাটা
  10. 1.5 চা চামচহলুদ গুঁড়ো
  11. স্বাদ মতনুন
  12. সর্ষের তেল পরিমাণ মত
  13. 2 টিদারচিনি
  14. 1 টিএলাচ
  15. 4 -5 টি তেজপাতা
  16. 2 টিগোটা শুকনো লঙ্কা
  17. 1/3 চা চামচগরম মশলা গুঁড়ো
  18. 1/4 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। পটল ও আলু টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    এবার কড়াই গরম হলে তাতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লংকা চেরা ও রসুন কুচি দিয়ে একটু নুন দিয়ে ভাজতে হবে।

  3. 3

    পেয়াঁজ ভাজা হলে তাতে পটল ও আলু দিয়ে আবার পরিমাণমতো নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    কিছুক্ষণ পর আদা বাটা, জিরে বাটা, লংকা গুড়ো
    দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

  5. 5

    এবার কষানো হলে তাতে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে পরিমাণমতো গরম জল দিয়ে কম আঁচে ঢেকে দিতে হবে।

  6. 6

    আলু পটল সেদ্ধ হলে ও ঝোল ঘন হলে তাতে চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি পটল চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes