পেঁয়াজের পিজ্জা (peyajer pizza recipe in Bengali)

Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

পেঁয়াজের পিজ্জা (peyajer pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 250 গ্রামপেঁয়াজ
  2. 50 গ্রামক্যাপ্সিকাম
  3. 50 গ্রামটম্যাটো
  4. 100 গ্রামবোনলেস চিকেন
  5. 2 টিলঙ্কা
  6. 2 টিডিম
  7. 1 টেবিল চামচমাখন
  8. 2 চা চামচঅরিগ্যানো
  9. 1 চা চামচলবণ
  10. 1টেবিল চামচ টমেটো সস
  11. 2 টো চীজ কিউব

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে বড়ো তিনটে পেঁয়াজ রিং রিং করে কেটে নিতে হবে।চিকেন নুন হলুদ দিয়ে মাইক্রো ফুল পাওয়ারে 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    1 টি বড়ো পেঁয়াজ, ক্যাপ্সিকাম, টম্যাটো চৌকো করে কেটে নিতে হবে।নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা বোনলেস চিকেন চৌকো করে কেটে নিতে হবে। লঙ্কা কুচিয়ে নিতে হবে।

  3. 3

    2টি ডিম ভেঙে তার মধ্যে এক চামচ অরিগ্যানো আর স্বাদমতো লবণ দিয়ে ফেটিয়ে রাখতে হবে।

  4. 4

    এবার ফ্রাই প্যানে হাফ চামচ বাটার দিয়ে ওর মধ্যে পেঁয়াজের রিং গুলো দিয়ে দিতে হবে একটা একটা করে সাজিয়ে।

  5. 5

    একটু লবণ sprinkle/ ছড়িয়ে দিতে হবে পেঁয়াজের রিং গুলোর ওপর।এবার ফেটিয়ে রাখা ডিম টা ঢেলে দিতে হবে। সব রিং গুলো যেনো ডিমের গোলায় ঢাকা পড়ে যায়, এইভাবে ঢালতে হবে।

  6. 6

    এবার এর ওপর 2 কিউব চিজ, গ্রেট করে ছড়িয়ে দিতে হবে।এক টেবিলস্পুন টম্যাটো সস ছড়িয়ে দিতে হবে। এক চামচ অরিগ্যানো ওপর থেকে দিয়ে দিতে হবে।

  7. 7

    এবার চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপ্সিকাম,টম্যাটো,চিকেন, কাঁচালঙ্কা কুচি ওপরে একটা একটা করে সাজিয়ে দিতে হবে। আরো হাফ চামচ বাটার ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিট। রেডি হয়ে গেলো ইয়াম্মি পেঁয়াজ পিজ্জা।সকালের জলখাবারে বা বিকেলের টিফিনে দারুন লাগে এই সুস্বাদু খাবার টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

মন্তব্যগুলি (6)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
এটা আমার ছেলের ফেবারিট। তোমার ছবিটা দেখা মাত্রই কালকের ডিনার মেনু তে ওনার চাই।😋

Similar Recipes