পেঁয়াজের ঝাল নোনতা পাটিসাপ্টা (peyajer jhal patisapta recipe in Bengali)

Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

পেঁয়াজের ঝাল নোনতা পাটিসাপ্টা (peyajer jhal patisapta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২জন
  1. ১/২পেঁয়াজ রিং করে কাটা
  2. ১ টাপেঁয়াজ কুচি
  3. ২ টোকাঁচা লঙ্কা কুচি
  4. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়ো
  5. ২চা চামচধনেপাতা কুচি
  6. ১/২ চা চামচআদা কুচি
  7. ১/২চা চামচটমেটো কুচি
  8. প্রয়োজন অনুযায়ীসুজি
  9. পরিমাণ মতোময়দা
  10. প্রয়োজন অনুযায়ীদুধ
  11. ৪চা চামচপেঁয়াজ এর রস
  12. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  13. ১চা চামচচিনি
  14. স্বাদ মতনুন
  15. ২ চা চামচ +১ চা চামচঘি +সাদা তেল
  16. ১/৪চা চামচকালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    গ্যাস জ্বালিয়ে ১ চা চামচ ঘি গরম করে পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচিও পরিমাণ মতো নুন ও চিনি মিশিয়ে ভেজে নিয় ১/২গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিয়ে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন পেঁয়াজের পুর।

  2. 2

    ময়দা সুজি ১/২চা চামচ গোলমরিচ পরিমাণ মতো নুন ১/২ চা চামচ চিনি পেঁয়াজের রস ও পেঁয়াজের রিং পরিমান মতো দুধ হলুদ ও কালো জিরে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেবেন যাতে না ঘন না পাতলা হয়।

  3. 3

    ননস্টিক প্যানে ঘি ও তেল গরম করে ১ হাতা ব্যাটার ঢেলে একদিক সেঁকে নিয়ে অপর দিক ও সেঁকে নিয়ে পেঁয়াজের পুর দিয়ে রোল করে দু পাশ একটু চেপে নিয়ে ভেজে তুলুন।

  4. 4

    এভাবে দুটি পেঁয়াজের পাটিসাপটা তৈরি করে গরম গরম সার্ভ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

Similar Recipes