বেগুন বাহার (begun bahar recipe in Bengali)

চিএালি
চিএালি @chitrali

বেগুন বাহার (begun bahar recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২ জন
  1. ১ টি বড় বেগুন
  2. ১০ টি কাঁচা লঙ্কা
  3. ১২ টি ধনে পাতা ডাঁটি সমেত
  4. ২৫ গ্রাম কিসমিস
  5. স্বাদ মত লবণ
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    বেগুন ভালো করে ধুয়ে, মুছে নিতে হবে।

  2. 2

    চাকা চাকা করে ৪ ফালি বেগুন কাটা,লবণ ও হলুদ মাখিয়ে রাখুন।

  3. 3

    মিক্সিং তে কিশমিশ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সামান্য লবণ দিয়ে শুকনো করে বেঁটে নিতে হবে।জল লাগল ১/২ চামচ জল দেবেন।

  4. 4

    প্যানে ৪ চামচ তেল দিয়ে বেগুন গুলোর দুই পাসটা ভেজে নিন,আঁচ কমে রাখবেন।

  5. 5

    এবার বাঁটা মিশ্রণ টি বেগুনের এক পিঠে দিন, একটু অপেক্ষা করে, বেগুন গুলি ২টি চামচের সাহায্যে উল্টে দিন।

  6. 6

    আবার এ পিঠেও মিশ্রণ টি বেগুনের উপর দিন।

  7. 7

    সুন্দর গন্ধ বেরোলে, আঁচ থেকে নামিয়ে নিন।আপনার বেগুন বাহার তৈরি।

  8. 8

    ভাত,রুটি, পরোটা বা লুচি সবের সাথেই খেতে ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
চিএালি

Similar Recipes