লোটাস ওনিয়ন পকোড়া (Lotus onion pakoda recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#Week1
লোটাস ওনিয়ন পকোড়া মুচমচে হয় খেতে । সন্ধ্যেবেলা চায়ের সাথে জমে যাবে ।

লোটাস ওনিয়ন পকোড়া (Lotus onion pakoda recipe in bengali)

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#Week1
লোটাস ওনিয়ন পকোড়া মুচমচে হয় খেতে । সন্ধ্যেবেলা চায়ের সাথে জমে যাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 4 টেবড় সাইজ পেঁয়াজ
  2. 1/2 কাপময়দা
  3. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  4. স্বাদমতোনুন
  5. 1 চা চামচইটালিয়ান হার্বস
  6. 1 চা চামচওরিগ্যানো
  7. 1/2 কাপবেসন
  8. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কাগুঁড়ো
  9. 1/2 চা চামচজিরাগুঁড়ো
  10. 1/2 চা চামচচাট মশালা
  11. প্রয়োজন মতো জল
  12. পরিমাণ মতো তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে খুব সাবধানে ধীরে ধীরে লোটাস শেপে পেঁয়াজ কেটে নিতে হবে । ওপর থেকে নিচে_এইভাবে ছুরি দিয়ে পেঁয়াজ কেটে নিতে হবে ।

  2. 2

    এবার একটা মিক্সিং বোলে হাফ কাপ ময়দা নিয়ে ওতে গোলমরিচ গুঁড়ো, অল্প নুন, চিলি ফ্ল্যাকস, ওরিগ্যানো ও ইটালিয়ান হার্বস দিয়ে ভালোভাবে মেশাতে হবে । এবার অন্য একটা মিক্সিং বোলে বেসন নিয়ে ওতে নুন, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, জিরাগুঁড়ো ও চাটমশলা ও অল্প নুন দিয়ে ওতে জল দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার একটা একটা পেঁয়াজ নিয়ে প্রথমে শুকনো ময়দার মিশ্রণে কোট করে, তারপর ঐ বেসনের গোলায় ডুবিয়ে আবার ময়দায় কোট করে, তারপর আবার বেসনের গোলাতে ডুবিয়ে শেষে আর একবার ময়দাতে কোট করে ঝেড়ে নিয়ে ফ্রিজে আধঘন্টা রেখে দিতে হবে ঐ পেঁয়াজ গুলো ।

  4. 4

    এবার কড়াই এ তেল গরম করে ঐ পেঁয়াজ একটা একটা করে আপ সাইড ডাউন করে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ডিপ ফ্রাই করে তারপর উল্টিয়ে দিয়ে দুপিঠ ডিপ ফ্রাই করে ভেজে পেপার টাওয়ালে তুলে নিতে হবে ।

  5. 5

    এবার যেকোন শস বা চাটনি দিয়ে লোটাস ওনিয়ন পকোড়া সার্ভ করতে হবে । আমি টমেটো শস ও মশালা চায়ের সাথে গরম গরম লোটাস ওনিয়ন পকোড়া সার্ভ করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes