টমেটো পকোড়া (Tomato pakoda recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#রোজকারসব্জী
#টম্যাটো
#week2

রোজকার সব্জি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় টম্যাটো থিমে অংশগ্রহণ করে বানালাম টম্যাটো পকোড়া। এটি খুব তাড়াতাড়ি যেমন তৈরি করা যায় তেমন ই সুস্বাদু হয়।

টমেটো পকোড়া (Tomato pakoda recipe in Bengali)

#রোজকারসব্জী
#টম্যাটো
#week2

রোজকার সব্জি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় টম্যাটো থিমে অংশগ্রহণ করে বানালাম টম্যাটো পকোড়া। এটি খুব তাড়াতাড়ি যেমন তৈরি করা যায় তেমন ই সুস্বাদু হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮ মিনিট
২ জন
  1. ২টিটমেটো
  2. ২ টেবিল চামচ বেসন
  3. ১টিডিম
  4. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  5. ১/৪চা চামচহলুদ গুঁড়ো
  6. স্বাদ মতনুন
  7. পরিমাণ মতভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

৮ মিনিট
  1. 1

    টমেটো চাকা চাকা করে কেটে নিতে হবে।১ টি পাত্রে ডিম, বেসন, গুঁড়ো মসলা ও স্বাদমতো নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য জল যোগ করতে পারা যাবে। টমেটো চাকা বেসনে ভালো করে দুই পিঠ লাগিয়ে নিতে হবে।

  2. 2

    কড়া তে তেল গরম করে টমেটোর চাকা বেসনে লেপ্টে নিয়ে গরম তেলে লালচে করে দুই পিঠ ভেজে নিতে হবে। আঁচ চড়া থাকবে কারন টম্যাটো এমনিতে নরম পদার্থ অতি সহজেই গলে যায়। পছন্দমত সস বা চাটনি সহযোগে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes