কুমড়ি/কুমড়ো বড়া(kumro bora recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27


#রোজকারসব্জী
#কুমড়ো
#week3
কুমড়ো দিয়ে তৈরি এই সুস্বাদু খাবার টি বিকেলে মুড়ি,চা সহযোগে যেমন খুব ভালো যায় তেমনি সাধারণ ভাত ডালের সাথেও দারুন লাগে।

কুমড়ি/কুমড়ো বড়া(kumro bora recipe in Bengali)


#রোজকারসব্জী
#কুমড়ো
#week3
কুমড়ো দিয়ে তৈরি এই সুস্বাদু খাবার টি বিকেলে মুড়ি,চা সহযোগে যেমন খুব ভালো যায় তেমনি সাধারণ ভাত ডালের সাথেও দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট
৩-৪জন
  1. ৮ টা পাতলা স্লাইস করা মিষ্টি কুমড়ো
  2. ৫ টেবিল চামচ বেসন
  3. ১ টেবিল চামচ চাল গুড়ি
  4. ১/২ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ কালো জিরে
  6. স্বাদ মতোনুন
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ চা চামচ তেল+ভাজার জন্য তেল
  10. স্বাদ মতবিটনুন

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট
  1. 1

    কুমড়ো পছন্দ মতো স্লাইস করে রাখতে হবে।

  2. 2

    বেসনে ও চাল গুড়ি মিশিয়ে ১ চা চামচ তেল দিয়ে প্রথম তিনটে আঙ্গুল দিয়ে ভালো করে ডলে ডলে ময়ান দিয়ে নিতে হবে।

  3. 3

    কালো জিরে, গুঁড়ো মসলা,আদা বাটা, নুন ও সামান্য জল দিয়ে ঘন করে গুলে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে।

  4. 4

    ১০-১৫ মিনিট বাদ কড়াইতে তেল গরম করে ৪-৫ ফোঁটা গরম তেল নিয়ে বেসনের গোলায় দিতে হবে।

  5. 5

    দরকার হলে আর একটু জল দিয়ে ভালো করে বেসন টা ফেটিয়ে নিতে হবে।

  6. 6

    ভালো করে ফেটানো হলে একটা করে কুমড়ো র টুকরো বেসনে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে।

  7. 7

    উপরে বিটনুন ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes