নারকেলের দুধ দিয়ে মুসুর ডালের বড়া (Narkeler dudh dea musur daler bora recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

নারকেলের দুধ দিয়ে মুসুর ডালের বড়া (Narkeler dudh dea musur daler bora recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 জনের
  1. বড়ার জন্য--
  2. 100 গ্রামমুসুর ডাল
  3. 1 টাপেঁয়াজ কুচি
  4. 2 টোকাঁচা লংকা কুচি
  5. 1/4 চামচকালোজিরে
  6. স্বাদমত নুন
  7. পরিমান মত ভাজবার জন্য সরসের তেল
  8. গ্রেভির জন্য--
  9. 1 টাপেঁয়াজ বাটা
  10. 1 চা চামচআদা বাটা
  11. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1/2 চা চামচলংকার গুঁড়ো
  13. 1/2 চা চামচকাশ্মিরী লংকার গুঁড়ো
  14. 1/2 চা চামচধনে গুঁড়ো
  15. 1/4 চা চামচজিরে গুঁড়ো
  16. 1/2 কাপনারকেল দুধ
  17. 1 টেবিল চামচটক দ‌ই
  18. 2 টোশুকনো লংকা
  19. স্বাদমত নুন
  20. স্বাদমত চিনি
  21. পরিমান মত সাদা তেল
  22. প্রয়োজন মতো সামান্য ধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    প্রথমে মুসুর ডাল একটু খিচখিচে করে বেটে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লংকা কুচি, কালো জিরে আর নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে ।

  2. 2

    এবার কড়ায় পরিমান মত তেল গরম করে বড় বড় সাইজের বড়া ভেজে তুলে নিতে হবে ।

  3. 3

    এবার অন্য একটা কড়ায় সাদা তেল গরম করে গোটা গরম মশলা আর শুকনো লংকা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কসতে হবে ।

  4. 4

    এরপর কসা হয়ে গেলে আদা বাটা আর সব গুঁড়ো মশলা একটু জল দিয়ে পেস্ট করে দিয়ে তেলে ছেড়ে আসা পর্যন্ত কসতে হবে ।

  5. 5

    তেল ছেড়ে এলে টক দ‌ইটা ফেটিয়ে দিয়ে আর‌ও একটু কসে নারকেল দুধে কিছুটা জল মিশিয়ে ঢেলে দিতে হবে ।

  6. 6

    ফুটে উঠলে নুন আর চিনি দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা 5 মিনিট কুক করে নিতে হবে ।

  7. 7

    5 মিনিট পর ঢাকা খুলে বড়া গুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে গরম মশলা গুড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes