চীজি ক‍্যারট পিনহুইল (cheesy carrot pinwheel recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#AsahikaseiIndia
Baking Recipe
এই রেসিপিটি আমি প্রথম বার করলাম, ভালোই লাগলো ।

চীজি ক‍্যারট পিনহুইল (cheesy carrot pinwheel recipe in Bengali)

#AsahikaseiIndia
Baking Recipe
এই রেসিপিটি আমি প্রথম বার করলাম, ভালোই লাগলো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জন
  1. ২০০ গ্ৰাম ময়দা
  2. ১০০ গ্ৰাম ঠান্ডা মাখন
  3. স্বাদ মতনুন
  4. ১/২কাপ গাজর গ্ৰেট করা
  5. ৪টেবিল চামচচীজ
  6. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ২ চা চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে ময়দা ও মাখন ভালো করে মিশিয়ে নিতে হবে।ঠান্ডা জল দিয়ে মেখে আধঘণ্টা একটি প্লাস্টিকে মুড়ে আধঘন্টা ফ্রিজে রাখতে হবে ।তারপর ফ্রিজ থেকে বের করে চৌকো করে বেলে আবার ও ফ্রিজে রাখতে হবে আধঘন্টা, এইভাবে ৪ থেকে ৫বার করতে হবে।

  2. 2

    গাজর গ্ৰেট করে নিয়ে একটু লঙ্কা গুড়ো দিয়ে মাখিয়ে রাখবো।এবার মাখা ময়দা বের করে পাতলা করে বেলে নিয়ে গ্ৰেট করা গাজর ও চিজ ওপর থেকে ছড়িয়ে দিতে হবে,এবার রোল করে মুরে নিয়ে আবার ১ঘন্টা ফ্রিজে রাখতে হবে।

  3. 3

    একঘন্টা পর ফ্রিজ থেকে বার করে গোল করে কেটে নেবো।এবার কাটা টুকরো গুলিতে তেল মাখিয়ে মাইক্রোওভেন১০মিনিট মতো প্রিহিট করে নিয়ে ১৮০@ তে ৩৫ মিনিট মতো বেক করে নেবো।

  4. 4

    এবার গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes