ইওগার্ট ফ্রুট স্যালাড (Yoghurt Fruit Salad recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#wfs
দই আর ফল সহযোগে আমার নিবেদন ইওগার্ট ফ্রুট স্যালাড।

ইওগার্ট ফ্রুট স্যালাড (Yoghurt Fruit Salad recipe in Bengali)

#wfs
দই আর ফল সহযোগে আমার নিবেদন ইওগার্ট ফ্রুট স্যালাড।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জনের জন্য
  1. ১কাপ জল ঝড়ানো টক দই
  2. ১/২ কাপ গুঁড়ো চিনি
  3. ১/৪ চা চামচলেবুর রস
  4. ১/৪ চা চামচ বিট লবণ
  5. ১/৪ চা চামচ চার্ট মশলা
  6. ২টেবিল চামচ ফ্রেস ক্রিম
  7. ১ টি আপেল
  8. ১টি পাকা আম
  9. ১টি কলা
  10. ১ফালি পাকা পেঁপে
  11. ১ফালি আনারস
  12. ৬-৭টি ব্লু বেরি
  13. ১টেবিল চামচ ড্রাই ফ্রুটস্ (কাজু, কিসমিস)
  14. ১টেবিল চামচ বেদানা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ফলগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। বেদানা খোসা ছাড়িয়ে নিতে হবে। টকদই, গুঁড়ো চিনি, ফ্রেস ক্রিম, চার্ট মশলা, বিট নুন,সব উপকরণ এক জায়গায় করে নিতে হবে।

  2. 2

    এরপর জল ঝড়ানো টক দই, গুঁড়ো চিনি, ফ্রেস ক্রিম একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ফ্রুটস্ ও ফেটানো টক দই, বিট লবণ, লেবুর রস,চার্ট মশলা, সমস্ত উপকরণ একসাথে মেশাতে হবে।

  4. 4

    এরপর এক ঘন্টা ফ্রিজে রেখে, সার্ভিং পাত্রে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes