সর্ষে ইলিশ(Sorshe ilish recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে।
Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974

#ebook06
#Week5
#ebook06 এর এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি সর্ষে ইলিশ বেছে নিয়েছি।

সর্ষে ইলিশ(Sorshe ilish recipe in Bengali)

#ebook06
#Week5
#ebook06 এর এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি সর্ষে ইলিশ বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মীনিট
2 জন
  1. 4 পিসইলিশ মাছের গাদা
  2. স্বাদ মতনুন
  3. 1/2 চা চামচহলুদ
  4. 2.5টেবিল চামচসর্ষের তেল
  5. 2 টেবিল চামচসাদা সর্ষে
  6. 1 চা চামচকালো সর্ষে
  7. 1 টেবিল চামচনারকেল কোরানো
  8. 3-4 টেকাঁচালঙ্কা
  9. 1/4 চা চামচকালো জিরে
  10. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  11. 1 টেবিল চামচটক দই

রান্নার নির্দেশ সমূহ

15 মীনিট
  1. 1

    প্রথমে মাছের পিস গুলো ভালোকরে ধুয়ে নিয়ে অল্প নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে

  2. 2

    এবার একটা গ্রাইন্ডারে দুরকম সর্ষে, সামান্য নুন, 1 টা কাঁচালঙ্কা, নারকেল কোরা আর একটু জল দিয়ে ভালোকরে গ্রাইন্ড করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আর একটা বাটিতে হলুল, লঙ্কা গুঁড়ো আর টক দই এর সাথে সামান্য জল দিয়ে গুলে নিতে হবে

  3. 3

    এবার একটা কড়ায় সর্ষের তেল দিয়ে গরম হলে ওতে কালো জিরে আর 1টা কাঁচালঙ্কা ফোঁড়ন দিয়ে ওতে ঐ গুলে রাখা মশলা দিয়ে একটু কষিয়ে ওতে মাছের পিস গুলো দিয়ে লো ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়ে ওতে সর্ষে বাটা দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষন রান্না করতে হবে

  4. 4

    এবার মাছগুলো উলটিয়ে দিয়ে আর 2 - 3 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে বাকি কাঁচালঙ্কা চেরাগুলো দিয়ে আর একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে

  5. 5

    এবার গরম ভাতের সাথে গরম গরম সর্ষে ইলিশ সার্ভ করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

মন্তব্যগুলি

Similar Recipes