ছানার গোলাপ জামুন

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#বিয়ে বাড়ির রেসিপি
#অন্নপূর্ণার হেঁশেল

ছানার গোলাপ জামুন

#বিয়ে বাড়ির রেসিপি
#অন্নপূর্ণার হেঁশেল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জনের
  1. ডোর জন্য --
  2. 500 মিলি দুধের ঘরে তৈরী ছানা
  3. 1 পিঞ্চ খাবার সোডা
  4. 2টেবিল চামচ ময়দা
  5. 1 টেবিল চামচ সুজি
  6. 1 চা চামচচিনির গুঁড়ো
  7. 1 টেবিল চামচ ঘি ডো তে মেশাবার জন্য
  8. 1/4 চামচছোট এলাচ গুঁড়ো
  9. পরিমান মতোসাদা তেল ভাজার জন্য
  10. রসের জন্য --
  11. 4 কাপচিনি
  12. 4 কাপজল
  13. সামান্যগার্নিসের জন্য -- পেস্তা কুচি
  14. কয়েকটাকাজু

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে ছানা একটা বড় থালায় নিয়ে 15 মিনিট ধরে হাতের তালু দিয়ে পিষে নিতে হবে | এইবার ওর মধ্যে সুজি, ময়দা, খাবার সোডা, চিনির গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো আর ঘি একসাথে হাত দিয়ে আবার পিষে মেখে নিয়ে একটা নরম ডো তৈরী করে নিতে হবে | ওই ডো থেকে ছোট ছোট গুলি. বানাতে হবে |

  2. 2

    একটা পাত্রে চিনি ও জল দিয়ে জ্বাল দিয়ে 1 তারের রস তৈরি করতে হবে |

  3. 3

    একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আঁচ কমিয়ে দিতে হবে | এইবার তৈরি করে রাখা গুলাব জামুনের গুলি ঢিমে আঁচে ভেজে তুলে নিতে হবে |

  4. 4

    এবার এই ভাজা গুলাব জামুন গুলো রসে ফেলে কিছুক্ষন রেখে তুলে নিয়ে পেস্তা কুচি আর কাজু দিয়ে সাজিয়ে সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes