মোচার চপ (Mochar chop recipe in Bengali)

Sangita Biswas
Sangita Biswas @cook_30955040

মোচার চপ (Mochar chop recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপমোচা কুচি
  2. 1 টাবড়ো আলু সেদ্ধ
  3. 1/2 চা চামচগোটা জিরে
  4. স্বাদমতোনুন
  5. 1/2 চা চামচহলুদ
  6. 2 চা চামচবাদাম কুচি
  7. 1 চা চামচজিরে,ধনিয়া শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করা
  8. স্বাদ অনুযায়ীকাচা লঙ্কা বাটা ও দুটো গোটা শুকনো লঙ্কা
  9. পরিমান মতোসরিষার তেল
  10. প্রয়োজন মতসাদা তেল
  11. 1/2 কাপবেসন
  12. 2টেবিল চামচময়দা
  13. 1 চা চামচবেকিং সোডা (এক চিমটি)
  14. পরিমাণ মতোপরিবেশন এর জন্যে সস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মোচা কুচি গুলি কে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিন

  2. 2

    আলুটিকে সেদ্ধ করে নিন এবং খোসা ছাড়িয়ে নিন

  3. 3

    কড়াই তে সরিষার তেল দিয়ে গোটা জিরে এবং শুকনো লঙ্কা গুলি কে দিয়ে দিন

  4. 4

    ওই তেলের মধ্যে কাচা লঙ্কা বাটা টাও দিয়ে দিন

  5. 5

    এগুলি ভাজা হয়ে এলে মোচা কুচি গুলি কে দিয়ে দিন

  6. 6

    একটু নাড়াচাড়া করে আলু সেদ্ধ টি কেও দিয়ে দিন

  7. 7

    পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিন

  8. 8

    5মিনিট মতন নাড়াচাড়া করতে থাকুন

  9. 9

    একটু গা মাখা হয়ে এলে জিরে ধনিয়া র গুঁড়ো গুলি কে দিয়ে দিন

  10. 10

    তারপর ভালো করে মিস্কড করে নামিয়ে নিন

  11. 11

    একটি বাটিতে 100g মতন বেসন এবং 4টেবিল চামচ ময়দা নিন

  12. 12

    তারমধ্যে পরিমাণ মতো নুন হলুদ এবং এক চিমটে বেকিং সোডা মিশিয়ে 10মিনিট মতন ভালো করে ফেটিয়ে নিন

  13. 13

    মোচা কুচি এবং আলুর পুর গুলি কে ইচ্ছা মতন সেপ এ চ্যাপ্টা করে নিন

  14. 14

    কড়াই এ 250g মতন সাদা তেল দিন

  15. 15

    ওই সেপ টি কে বেসন এবং ময়দার গোলায় চুবিয়ে নিন

  16. 16

    তেল টি গরম হলে ছেড়ে দিন

  17. 17

    আন্দাজ মতন 3,4 বার নাড়াচাড়া করে নামিয়ে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Biswas
Sangita Biswas @cook_30955040

মন্তব্যগুলি

Similar Recipes